হোম > সারা দেশ > বগুড়া

ঈদের ছুটিতে শাজাহানপুরে সরকারি গাছ চুরি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  

রাতে অন্ধকারে টর্চলাইটের আলো ফেলে গাছগুলো কেটে নেওয়া হয়। ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঈদের লম্বা ছুটিতে সরকারি ইউক্যালিপটাস গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার খড়না ইউনিয়নের দেসমা গ্রামের ভাদাই সেতুর পূর্ব পাশে নির্জন এলাকা থেকে ৯ জুন গভীর রাতে অন্তত ৯টি পুরোনো ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শী স্থানীয় একজন মোবাইল ফোনে গাছ কাটার দৃশ্য ধারণ করেন। তাঁর ভাষ্য, রাতের অন্ধকারে টর্চলাইটের আলো ফেলে গাছগুলো কেটে নেওয়া হয়। কাটা গাছের গোড়া কাদা ও লতাপাতা দিয়ে ঢেকে রাখা হয়, যেন দৃষ্টি এড়িয়ে যায়।

গাছগুলোর বেশ কিছু অংশ খড়না ইউনিয়নের বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বাবলুর রহমানের ভাই ভাই ফার্ণিচার ও ‘স’মিলে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

এদিকে দেসমা গ্রামের হবিবর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৪৫) গাছগুলো কেটেছেন বলে আজকের পত্রিকার কাছে স্বীকার করেছেন। কাটা গাছগুলোর বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা হবে বলে জানিয়েছেন কাঠ ব্যবসায়ীরা। ওই গাছগুলোর বেশ কিছু অংশ ওই ইউনিয়নের বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বাবলুর রহমানের ভাই ভাই ফার্নিচার ও স মিলে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে।

ভাই ভাই ফার্নিচার ও স মিলের মালিক বাবলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সাইফুল সড়কের কিছু গাছ কেটেছিল। সেই গাছগুলোর কিছু আমার মিলে ছড়িয়ে-ছিটিয়ে রেখেছে।’

সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গাছগুলো আমার প্রয়োজন ছিল, তাই কেটে নিয়েছি। সোমবার রাতে দুটি কেটেছি আর কয়েক দিন আগে কিছু কেটেছি। এটা আমার ভুল হয়েছে।’

এ বিষয়ে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গাছ চুরির বিষয়ে আমার জানা ছিল না। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল