হোম > সারা দেশ > নওগাঁ

তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন কোনো দিন সফল হবে না: খাদ্যমন্ত্রী

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

দেশে কোনো পরিবার ঠিকানাহীন থাকবে না বলে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এতগুলো পরিবারকে বিনা মূল্যে বাড়ি দেওয়ার নজির নেই কোনো দেশে। তবু একটি মহল চক্রান্ত করে যাচ্ছে সরকার উৎখাতের জন্য। যারা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দিবাস্বপ্ন দেখছে, তাদের উদ্দেশ্য কোনো দিন সফল হবে না। প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

আজ বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে চতুর্থ ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহহীন পরিবারের মধ্যে গৃহ ও জমি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়াল এসব কথা বলেন মন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে খাদ্যের সংকট নেই। সরকারি ভর্তুকির মাধ্যমে দেশের ১ কোটি পরিবার টিসিবির পণ্য পাচ্ছে। ৫০ লাখ পরিবার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল পাচ্ছে। তিনি সবাইকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সাবধান থাকার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি সারা দেশে একযোগে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর হস্তান্তর উদ্বোধন করেন।

নিয়ামতপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে গৃহ ও জমি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি ইশ্বর চন্দ্র বর্মন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান প্রমুখ।

উপজেলায় প্রথম থেকে তৃতীয় ধাপে ২০৬টি পরিবারকে গৃহ হস্তান্তর করা হয় এবং চতুর্থ ধাপে ৭৭টি পরিবারের মধ্যে গৃহ ও জমি হস্তান্তর করা হয়।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার