হোম > সারা দেশ > রাজশাহী

কাপ পেল মেসি, রাবির শিক্ষার্থীরা খাবে গরু-খাসি!

রাবি প্রতিনিধি

কদিন আগেই কাতার বিশ্বকাপ-২০২২-এর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জয় করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আর্জেন্টিনার জয়ের খুশিতে ভূরিভোজের আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠী। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে গরু ও খাসি খাওয়ানো হবে। আজ বুধবার দুপুর পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন। 

ভূরিভোজের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকবে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় থাকছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। 

বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা ফ্যান ক্লাবের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল মাঠ প্রাঙ্গণে এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হবে। এতে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর্জেন্টিনা সমর্থকদের ১০০ টাকা এবং ব্রাজিল ও অন্য দলের সমর্থকদের ৯৯ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। বুধবার দুপুর পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। 

এ বিষয়ে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আসাদুল্লা-হিল-গালিব বলেন, ‘এই আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী অংশ নিতে পারবেন। এ জন্য ন্যূনতম রেজিস্ট্রেশন ফি নেওয়া হচ্ছে। আমরা খাওয়াদাওয়াসহ আনন্দ করতে চাই। সবাইকে নিয়ে একটা উৎসব হবে।’ 

এর আগে আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল খেলার দিন (১৮ ডিসেম্বর) দুপুরে আর্জেন্টিনাকে শুভকামনা জানিয়ে খাসি নিয়ে আনন্দ মিছিল করে সংগঠনটি। মিছিলে তাঁরা স্লোগান দেয়, ‘কাপ পাবে মেসি, আমরা খাব খাসি’। ওই খাসিসহ আরেকটি গরু দিয়ে তাঁরা ভূরিভোজের আয়োজন করেছে। 

উল্লেখ্য, বিশ্বকাপের শুরুর দিকে সমর্থকদের নিয়ে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের কমিটি গঠন করা হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আসাদুল্লা হিল-গালিব সভাপতি ও নাহিদুল ইসলাম নাহিদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। পরে বিভিন্ন হল ও অনুষদের কমিটি ঘোষণা করা হয়। 

নতুন কমিটি বিশ্বকাপ শুরুর দিন প্রিয় দলকে শুভকামনা জানিয়ে আনন্দ শোভাযাত্রা বের করেছিল। ইতিমধ্যে সেই শোভাযাত্রার একটি ছবি আর্জেন্টিনা ফুটবল দলের অফিশিয়াল পেজে জায়গা করে নিয়েছে। 

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার