হোম > সারা দেশ > বগুড়া

আগুনে ভস্মীভূত বসতবাড়িসহ গোয়াল ঘর, ৭ লাখ টাকার ক্ষতি

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে আগুনে গোয়াল ঘরসহ বসতবাড়ি পুড়ে গেছে। তিনটি গরু ও সাতটি ছাগলসহ মালামাল পুড়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের চাকলমা (ডাক্তার পাড়া) গ্রামের মাফুজার রহমান ও মাহাবুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মাফুজার রহমান বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে গোয়াল ঘরে আগুন লাগে। এ সময় আমরা সাহায্যের জন্য চিৎকার করলেও বৃষ্টি হওয়ায় স্থানীয়রা আমাদের ডাক শুনতে পায়নি। একপর্যায়ে গোয়াল ঘর থেকে শোয়ার ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনটি গরু, সাতটি ছাগল পুড়ে মারা যায়। টিভি, ফ্রিজ, নগদ টাকাসহ চারটি টিনের ঘর আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে গেছে।’

মাফুজার রহমান আরও বলেন, আগুন ছড়িয়ে পড়ে পাশের মাহাবুর রহমানের বাড়িতেও। সেখানে চারটি ঘরের আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মমিনুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ ২০ হাজার টাকা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।’

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড