হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম হিমেল। এ ঘটনায় আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত হিমেল বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী। আহত দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। 

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের আওতায় দুই আবাসিক হল ও একটি একাডেমি বিল্ডিংয়ের কাজ চলছে। কাজের নির্মাণ সামগ্রী আনা হচ্ছিল ট্রাকে করে। মঙ্গলবার রাতে মোটরসাইকেলে হিমেলের সঙ্গে আরও দুজন ছিলেন। ট্রাকের ধাক্কায় হিমেল ঘটনাস্থলেই নিহত হয়। অন্য দুজন গুরুতর আহত হয়। 

এদিকে হিমেলে মৃত্যুর বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হয়। একপর্যায়ে তারা সেখানে থাকা চারটি ট্রাকে আগুন লাগিয়ে দেয়। ঘটনার ঘণ্টা পার হয়ে গেলেও প্রশাসনের কেউ না আসায় শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করে। একপর্যায়ে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের গেটের তালা ভাঙার চেষ্টা করে। 

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। আমরা সবার সঙ্গে যোগাযোগ করছি। 

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে