হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম হিমেল। এ ঘটনায় আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত হিমেল বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী। আহত দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। 

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের আওতায় দুই আবাসিক হল ও একটি একাডেমি বিল্ডিংয়ের কাজ চলছে। কাজের নির্মাণ সামগ্রী আনা হচ্ছিল ট্রাকে করে। মঙ্গলবার রাতে মোটরসাইকেলে হিমেলের সঙ্গে আরও দুজন ছিলেন। ট্রাকের ধাক্কায় হিমেল ঘটনাস্থলেই নিহত হয়। অন্য দুজন গুরুতর আহত হয়। 

এদিকে হিমেলে মৃত্যুর বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হয়। একপর্যায়ে তারা সেখানে থাকা চারটি ট্রাকে আগুন লাগিয়ে দেয়। ঘটনার ঘণ্টা পার হয়ে গেলেও প্রশাসনের কেউ না আসায় শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করে। একপর্যায়ে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের গেটের তালা ভাঙার চেষ্টা করে। 

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। আমরা সবার সঙ্গে যোগাযোগ করছি। 

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’