হোম > সারা দেশ > রাজশাহী

মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

জিতু ইসলাম। ছবি: সংগৃহীত

বগুড়ায় মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৪ জুন) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহসম্পাদক জিতু ইসলাম (৪৩), তাঁর সহযোগী শফিকুল হাসান বিপ্লব (২৮) এবং মতিউর রহমান মতি (৩০)।

বগুড়া শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জিতু ইসলামকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি নেতারা জিতু ইসলামের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ এবং অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

উল্লেখ্য, বগুড়া শহরের শিববাটি এলাকার বাসিন্দা রিকশাচালক শাকিল আহম্মেদের (৪০) কিশোরী মেয়েকে বিয়ের প্রস্তাব দেন জিতু ইসলাম। বয়স বেশির কারণে শাকিল আহম্মেদ মেয়েকে জিতুর সঙ্গে বিয়ে দিতে রাজি হননি। এর জেরে শনিবার দুপুরের পর জিতু ও তাঁর লোকজন শাকিলকে বাড়ি থেকে তুলে নিয় যান। শহরের ফুলবাড়ী এলাকায় করতোয়া নদীর ঘাটে জিতু মারধর করে তাঁকে ফেলে রেখে যান। পরে হাসপাতালে নেওয়ার পর শাকিল মারা যান।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার