হোম > সারা দেশ > রাজশাহী

হালতি বিলে ভ্রমণে এসে নৌকা ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে ভ্রমণে এসে নৌকা ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার হালতি বিলের খোলাবাড়িয়া জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান (৬) ও সাদমান আব্দুল্লাহ (৮) জেলার লালপুর উপজেলার আরিফ ইসলামের ছেলে।

নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ শুক্রবার আরিফ ইসলামের মা, স্ত্রী ও তাঁর দুই ছেলে আব্দুর রহমান ও সাদমান আব্দুল্লাহকে নিয়ে নলডাঙ্গার এক ব্যবসায়ীর বাড়িতে বেড়াতে আসেন। বিকেলে তাঁরা সবাই মিলে হালতি বিলের নৌকা ভাড়া নিয়ে ১৭ জন ভ্রমণে বের হন। সন্ধ্যা ৬টার দিকে হালতি বিলের খোলাবাড়িয়া জিরো পয়েন্টে নৌকাটি ডুবে যায়। 

এ সময় ১৭ জন যাত্রীর মধ্যে ১৫ জন যাত্রী সাতরিয়ে উঠতে পারে। তবে আব্দুর রহমান ও সাদমান আব্দুল্লাহ পানিতে নিখোঁজ হয়। 

নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মেহেরুল আজকের পত্রিকাকে বলেন, নৌকা ডুবের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দুই শিশুকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ

শিশু সাজিদ মারা গেছে