হোম > সারা দেশ > রাজশাহী

শ্বশুরবাড়ি এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জামাই

প্রতিনিধি, দুর্গাপুর (রাজশাহী)

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন রবিউল ইসলাম (২৬) নামের এক ব্যক্তি। বুধবার রাত ৮টার দিকে কিশোরপুর-কানপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রবিউলের বাড়ি উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে। ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান। ওই ঘটনায় দুর্গাপুর থানায় একটি মামলা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন রবিউল কিশোরপুর এলাকায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে রাত ৮টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় একটি ট্রাকের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়