হোম > সারা দেশ > বগুড়া

বিএনপি নির্বাচন করবে কি না, এটা তাদের বিষয়: নির্বাচন কমিশনার

বগুড়া প্রতিনিধি

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘আমরা বিএনপিকে সংলাপে ডেকেছি। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচন করবে কি করবে না, এটা তাদের বিষয়। এ ক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। নির্বাচন কমিশন সংবিধান মেনেই ভোট করবে।’

আজ শুক্রবার বেলা ১১টার দিকে বগুড়ার সার্কিট হাউসে জেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কারচুপি বা জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১৫০ আসনে ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত দিনে নির্বাচন করে দেখা গেছে, ইভিএমে ভোট গ্রহণ নিরাপদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। আমাদের চাওয়া ভোটের সব পরিবেশ যেন সুন্দর থাকে। আর ভোটাররা যেন খুব সহজেই তাদের পছন্দের প্রতীকে ভোট দিতে পারেন।’

রাশেদা সুলতানা আরও বলেন, ‘আমরা চেয়েছিলাম জাতীয় নির্বাচনে শতভাগ আসনে ইভিএমে ভোট গ্রহণ হবে। তবে ইভিএম সরবরাহে স্বল্পতার কারণে তা সম্ভব হয়নি।’

জেলা পরিষদ নির্বাচনসংক্রান্ত আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সালাহউদ্দিন আহমেদ। এ ছাড়া বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তীসহ জেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা উপস্থিত ছিলেন। 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর