হোম > সারা দেশ > পাবনা

ফুটবল টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা পেলেন ঘোড়া

পাবনা ও ঈশ্বরদী প্রতিনিধি

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সর্বোচ্চ গোলদাতা পুরস্কার হিসেবে পেলেন একটি ঘোড়া। আজ শুক্রবার খেলা অনুষ্ঠিত হয় পাবনার ঈশ্বরদী উপজেলার গোকুলনগর মিশন মাঠে।

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দল মাজদিয়ার পিকে স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মোহাম্মদ রেজওয়ানের হাতে ঘোড়াটি তুলে দেওয়া হয়। এ ছাড়া বিজয়ী ও বিজিত দলকে এলইডি টেলিভিশন দেওয়া হয়েছে। 

আজ বিকেলে গোকুলনগর যুবসমাজের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান যুবলীগের নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস। 

এ ছাড়া উপস্থিত ছিলেন সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রশিদ, উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিদা মুনতাসির প্রমুখ। 

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ আলী সরকার। 

ফাইনাল খেলায় টাইব্রেকারে পিকে স্পোর্টিং ক্লাব মাজদিয়া ২-১ গোলে গোকুলনগর শিশিরহাট স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন ক্রীড়া ব্যক্তিত্ব রোকন হোসেন। 

মাজদিয়ার পিকে স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মোহাম্মদ রেজওয়ান প্রতিক্রিয়ায় বলেন, ‘খেলায় ঘোড়া উপহার একটা ব্যতিক্রম ঘটনা। আমার আনন্দকে অন্য মাত্রা দিয়েছে। সবাই খুব খুশি। চেষ্টা করব উপহারের ঘোড়াটিকে যত্নে রাখার।’

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি