হোম > সারা দেশ > রাজশাহী

উপজেলা নির্বাচন: লক্ষ্মীপুরে সরে দাঁড়ালেন এমপির ভাই আখতার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আখতার হোসেন খান তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তিনি লক্ষ্মীপুর–১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খানের বড় ভাই। গতকাল শনিবার তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ও রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। 

চিঠিতে বলা হয়েছে, আমি নিম্ন স্বাক্ষরকারী মো. আখতার হোসেন খান লক্ষ্মীপুর–১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খানের বড় ভাই। ব্যক্তিগত ও বিশেষ কারণে আমার প্রার্থিতা নিজ ইচ্ছায় এবং স্বজ্ঞানে প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করলাম। 

এ বিষয়ে আখতার হোসেন খান বলেন, ‘মনটা ভালো নেই ভাই। অনেক যুদ্ধের পর আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। আমার পরিবারকে বিতর্কিত করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে। দলীয় সিদ্ধান্তমতে, কোনো এমপির ভাই বা নিকটাত্মীয় ভোটে অংশ নিতে পারবে না। তাই আমার ছোট ভাই আনোয়ার হোসেন খান বিব্রতবোধ করায় আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।’ 

রামগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বিষয়টি এখনো জানি না। যেহেতু লক্ষ্মীপুর রিটার্নিং কর্মকর্তা মহোদয়ের কাছে আখতার হোসেন তার মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি দিয়েছেন। তা ছাড়া আজকে জেলার চারটি ইউপি নির্বাচন হচ্ছে, তাই সবাই ব্যস্ত।’ 

আগামী ২১ মে রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন অংশগ্রহণ করছেন।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার