হোম > সারা দেশ > নওগাঁ

অসুস্থ খাদ্যমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে নওগাঁ থেকে আনা হলো ঢাকায়

নওগাঁ প্রতিনিধি

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার পিত্তথলিতে প্রদাহ জনিত কারণে কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন। আজ রোববার বেলা ১১টার দিকে নওগাঁ থেকে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে। খাদ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা (পিআরও) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পিআরও কামাল হোসেন আজকের পত্রিকাকে জানান, নিজের নির্বাচনী এলাকায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ও আগামীকাল ৬ মার্চ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে গত ১ মার্চ নওগাঁ আসেন সাধন মজুমদার। গত শুক্রবার বিকেলে পোরশায় রাজনৈতিক কর্মসূচি চলাকালে শারীরিক অসুস্থতা অনুভব করেন তিনি। পরে সন্ধ্যায় স্থানীয় চিকিৎসকদের পরামর্শে কিছু পরীক্ষা নিরীক্ষা করেন। পরীক্ষার পর দেখা যায় তাঁর পিত্তথলিতে সামান্য প্রদাহ রয়েছে। এরপর নওগাঁর সিভিল সার্জন ঢাকা যাওয়ার পরামর্শ দিলেও তিনি ঢাকা না গিয়ে স্কয়ার হাসপাতালের চিকিৎসক অধ্যাপক সানোয়ার হোসেনের তত্ত্বাবধানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। গত দুই দিনে তাঁর প্রদাহের মাত্রা বেড়ে যায়। তাই ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য আজ বেলা ১১টার দিকে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়। তিনি এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নেবেন। 

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ