হোম > সারা দেশ > নাটোর

নলডাঙ্গায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু 

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন দুজন। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। 

আজ শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার হালতি বিলে ও খাজুরার চাঁনপুরে মরা আত্রাই নদীতে এ ঘটনা ঘটে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতেরা হলেন—নলডাঙ্গার উপজেলার খোলাবাড়িয়া গ্রামের নুর হোসেনের ছেলে মোমিন হোসেন (৩৪) ও নওগাঁর আত্রাই উপজেলার ক্ষুদ্র পারবিশা গ্রামের সাদেক আলীর ছেলে রায়হান আলী (৩১)। 

আহতেরা হলেন—খোলাবাড়িয়ার কাফাজ উদ্দিনের ছেলে সেন্টু (৫২) ও রংপুর জেলার মকবুল হোসেন (৪৮)। মকবুল পেশায় শামুক ব্যবসায়ী। 

নলডাঙ্গা থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে উপজেলার হালতি বিলে মোমিন, সেন্টু ও মকবুল নৌকা নিয়ে শামুক তুলতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে মোমিন নৌকা থেকে পানিতে পড়ে মারা যান। সেন্টু ও মকবুল গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে সেখানে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁরা সেখানে চিকিৎসাধীন। 

অন্যদিকে খাজুরার চাঁনপুরে মরা আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে রায়হান আলী নামের এক জেলের মৃত্যু হয়।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল