হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে যমুনা নদীতে আবারও পানি বাড়ছে, প্লাবিত হচ্ছে চরাঞ্চল

সিরাজগঞ্জ প্রতিনিধি

পাহাড়ি ঢল ও উজানে ভারী বর্ষণে আবারও সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বাড়তে শুরু করেছে। টানা আট দিন কমার পর যমুনা নদীতে দুই দিন (গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত) ধরে আবার পানি বাড়তে শুরু করেছে। গত দুই দিনে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ১৩ সেন্টিমিটার বেড়েছে নদীর পানি। এতে নদীতীরবর্তী চর এলাকাগুলো পানিতে তালিয়ে যাচ্ছে। তবে পানি বাড়লেও এই মুহূর্তে ভারী বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক হাসানুজ্জামান বলেন, আজ শনিবার সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪৪ মিটার। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত) ৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত দুই দিনে এই পয়েন্টে ১৩ সেন্টিমিটার বেড়েছে নদীর পানি।

অন্যদিকে কাজীপুর উপজেলার যমুনা নদীর মেঘাই ঘাট পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৮০ মিটার। গত ২৪ ঘণ্টায় এই পয়েন্টে যমুনা নদীর পানি ১৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, পাহাড়ি ঢল ও উজানে ভারী বর্ষণে গত দুই দিন ধরে যমুনার পানি বাড়ছে। আগামী দুই-তিন দিন আরও পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। তবে এই মুহূর্তে ভারী বন্যার আশঙ্কা নেই।  

এর আগে চলতি বছরের জুলাই মাসের শেষ দিক থেকে ১৭ আগস্ট পর্যন্ত তিন দফায় যমুনার পানি বাড়লেও বিপৎসীমা অতিক্রম করেনি। তবে দফায় দফায় পানি বাড়ার কারণে চরাঞ্চলের কৃষিজমি প্লাবিত হওয়ায় চাষাবাদ ব্যাহত হয়েছে। যমুনায় পানি বাড়ার কারণে উজানে কাজীপুর থেকে ভাটির চৌহালী পর্যন্ত বিভিন্ন স্থানে নদীভাঙন দেখা দেয়। ভাঙনে ফসলি জমি, বসতভিটা, গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার