বগুড়ার শিবগঞ্জে এক বাউলশিল্পীকে হেনস্তার অভিযোগ উঠেছে। বাউলগান করায় তাকে মেরে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনা ঘটেছে। হেনস্তার শিকার ওই বাউলশিল্পীর নাম মেহেদী হাসান (১৬)। সে জুড়ি মাঝপাড়া গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। এই অভিযোগে গ্রাম্য মাতবরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে শিবগঞ্জ থানার পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার গুজিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জুড়ি মাঝপাড়ার বাসিন্দা মেজবাউল ইসলাম (৫২), একই গ্রামের শফিউল ইসলাম খোকন (৫৫) ও তারেক রহমান (২০)।
বাউলশিল্পী মেহেদী বলে, 'অভিযুক্ত শহিদুল ইসলাম খোকন অন্যদের বলে, ''শালার মাথা ন্যাড়া করে দিয়ে বাউলগানের সাধ মিটিয়ে দে''। তখন চুল কাটার মেশিন দিয়ে জোর করে আমাকে ন্যাড়া করে দেয় এবং মারধর করে তারা।'
এ ঘটনায় মঙ্গলবার রাতে গ্রেপ্তার তিনজনসহ পাঁচজনের নাম উল্লেখ করে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মেহেদী।