হোম > সারা দেশ > পাবনা

বেড়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বেড়া (পাবনা) প্রতিনিধি

পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১১ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের চর সাফুল্লা গ্রামে এই সংঘর্ষের ঘটে। নিহত ব্যক্তির নাম তোতা ব্যাপারী (৬০)। নিহত তোতা ব্যাপারী ওই গ্রামের আহেজ ব্যাপারীর ছেলে। আহতরা বেড়া স্থানীয় হাসপাতাল, পাবনা সদরসহ বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন, আব্দুল আজিজ (৪০), রুশনাই (১৭), জিয়া ব্যাপারী (৩০), বছির উদ্দিন (২০), মজিবর রহমান (৩৫), আরিফ হোসেন (২৫), রমজান আলীর (৪০)। স্থানীয় বেড়া হাসপাতাল ও পাবনা, বগুড়াতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

আহত পরিবার ও বেড়া মডেল থানার ওসি অরবিন্দ সরকার বলেন, প্রায় ১৮ মাস আগে চর সাফুল্লাপুর গ্রামের শফিকুল ইসলামের মাধ্যমে নিহত তোতা মিয়ার ছেলে আখের আলী সৌদি আরব যান। সেখানে কয়েক মাস থাকার পর শফিকুল সেখানে থেকে গেলেও আখের আলী থাকতে না পেরে দেশে ফিরে আসেন। দেশে এসে আখের আলী, শফিকুলের পরিবারের কাছ থেকে তাকে বিদেশ পাঠানোর টাকা ফেরত চান। 

এ নিয়ে দীর্ঘদিন ধরেই উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এই ঘটনার সূত্রে শুক্রবার সকালে উভয় পরিবারের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তোতা মিয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি অরবিন্দ আরও বলেন, খবর পেয়ে বেড়া মডেল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তার ও দোষীদের আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর