হোম > সারা দেশ > পাবনা

বেড়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বেড়া (পাবনা) প্রতিনিধি

পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১১ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের চর সাফুল্লা গ্রামে এই সংঘর্ষের ঘটে। নিহত ব্যক্তির নাম তোতা ব্যাপারী (৬০)। নিহত তোতা ব্যাপারী ওই গ্রামের আহেজ ব্যাপারীর ছেলে। আহতরা বেড়া স্থানীয় হাসপাতাল, পাবনা সদরসহ বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন, আব্দুল আজিজ (৪০), রুশনাই (১৭), জিয়া ব্যাপারী (৩০), বছির উদ্দিন (২০), মজিবর রহমান (৩৫), আরিফ হোসেন (২৫), রমজান আলীর (৪০)। স্থানীয় বেড়া হাসপাতাল ও পাবনা, বগুড়াতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

আহত পরিবার ও বেড়া মডেল থানার ওসি অরবিন্দ সরকার বলেন, প্রায় ১৮ মাস আগে চর সাফুল্লাপুর গ্রামের শফিকুল ইসলামের মাধ্যমে নিহত তোতা মিয়ার ছেলে আখের আলী সৌদি আরব যান। সেখানে কয়েক মাস থাকার পর শফিকুল সেখানে থেকে গেলেও আখের আলী থাকতে না পেরে দেশে ফিরে আসেন। দেশে এসে আখের আলী, শফিকুলের পরিবারের কাছ থেকে তাকে বিদেশ পাঠানোর টাকা ফেরত চান। 

এ নিয়ে দীর্ঘদিন ধরেই উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এই ঘটনার সূত্রে শুক্রবার সকালে উভয় পরিবারের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তোতা মিয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি অরবিন্দ আরও বলেন, খবর পেয়ে বেড়া মডেল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তার ও দোষীদের আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার