হোম > সারা দেশ > বগুড়া

বগুড়া জেলা কারাগারে ধর্ষণ মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি

বগুড়া জেলা কারাগারে ইকবাল হোসেন (২২) নামের এক ধর্ষণ মামলার এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে কারা অভ্যন্তরে ওয়াশরুমে গলায় লুঙ্গি প্যাঁচানো মরদেহ উদ্ধার করা হয়। 

বগুড়ার সোনাতলা থানায় দায়ের করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে ৪ ফেব্রুয়ারি থেকে ইকবাল হোসেন জেলা কারাগারে বন্দী ছিলেন। 
 
ইকবাল হোসেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মুকুন্দপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি শ্রমিকের কাজ করতেন।

বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। 

কারাগার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ওয়াশরুমে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ইকবাল হোসেনকে মৃত ঘোষণা করেন। 

আজ দুপুরে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদের উপস্থিতিতে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, সোনাতলা পৌর এলাকার এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে ৩ ফেব্রুয়ারি ওই স্কুলছাত্রীর বাবা সোনাতলা থানায় মামলা করেন। ওই মামলায় রাতেই ইকবাল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।

ওসি আরও বলেন, ইকবাল হোসেনের নামে সোনাতলা থানায় আরও একটি ধর্ষণ ও হত্যা মামলা রয়েছে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর