হোম > সারা দেশ > নাটোর

চিত্রনায়ক আমিন খানকে দেখতে জনতার ঢল

 লালপুর (নাটোর) প্রতিনিধি

আমিন খান ১-হাতে ট্রফি তুলে দিচ্ছেন নায়ক আমিন খান। ছবি: আজকের পত্রিকা

মাঠ ভর্তি জনতার সমাগম। তিল ধরানোর ঠাঁই নেই। সবার নজর মঞ্চে দিকে, প্রিয় নায়ককে এক নজর দেখতে ভক্ত-অনুরাগীদের উপচে পড়া ভিড়।

এ দৃশ্য নাটোরের লালপুরের বিলমাড়িয়া কলেজ মাঠের। ‘প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ’-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আমিন খান। গতকাল রোববার বিকেলে ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত ফাইনাল খেলার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

বিলমাড়ীয়া ফুটবল ফেডারেশনের সভাপতি শরিফুল ইসলাম শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়ক আমিন খান। এ সময় মাঠে নেমে ফুটবল প্রেমী দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আমিন খান। উপস্থিত বিপুলসংখ্যক দর্শক তাঁকে হাত নাড়িয়ে অভিবাদন জানান। তিনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বক্তব্যের পাশাপাশি গান পরিবেশন করে। দর্শকদের ভিড় দেখে আবেগ আপ্লুত হয়ে যান। এমনকি বারবার লালপুরে ফিরে আসতে চান বলেও জানান।

আমিন খান ২-চিত্রনায়ক আমিন খানকে দেখতে জনতার ঢল। ছবি: আজকের পত্রিকা

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভেল্লাবাড়িয়া হযরত শাহ বাগুদেওয়ান ফুটবল একাদশ ১-০ গোলে মনিহারপুর যুব ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অতিথিরা বিজয়ীদের মাঝে ট্রফি ও মার্সেল কোম্পানির একটি ফ্রিজ এবং বিজিত দলের হাতে ট্রফি ও একটি মার্সেল মনিটর তুলে দেন। এরপর সন্ধ্যায় আমিন খান লালপুরে মার্সেল শো-রুমের উদ্বোধন করেন।

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা