হোম > সারা দেশ > নাটোর

চিত্রনায়ক আমিন খানকে দেখতে জনতার ঢল

 লালপুর (নাটোর) প্রতিনিধি

আমিন খান ১-হাতে ট্রফি তুলে দিচ্ছেন নায়ক আমিন খান। ছবি: আজকের পত্রিকা

মাঠ ভর্তি জনতার সমাগম। তিল ধরানোর ঠাঁই নেই। সবার নজর মঞ্চে দিকে, প্রিয় নায়ককে এক নজর দেখতে ভক্ত-অনুরাগীদের উপচে পড়া ভিড়।

এ দৃশ্য নাটোরের লালপুরের বিলমাড়িয়া কলেজ মাঠের। ‘প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ’-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আমিন খান। গতকাল রোববার বিকেলে ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত ফাইনাল খেলার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

বিলমাড়ীয়া ফুটবল ফেডারেশনের সভাপতি শরিফুল ইসলাম শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়ক আমিন খান। এ সময় মাঠে নেমে ফুটবল প্রেমী দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আমিন খান। উপস্থিত বিপুলসংখ্যক দর্শক তাঁকে হাত নাড়িয়ে অভিবাদন জানান। তিনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বক্তব্যের পাশাপাশি গান পরিবেশন করে। দর্শকদের ভিড় দেখে আবেগ আপ্লুত হয়ে যান। এমনকি বারবার লালপুরে ফিরে আসতে চান বলেও জানান।

আমিন খান ২-চিত্রনায়ক আমিন খানকে দেখতে জনতার ঢল। ছবি: আজকের পত্রিকা

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভেল্লাবাড়িয়া হযরত শাহ বাগুদেওয়ান ফুটবল একাদশ ১-০ গোলে মনিহারপুর যুব ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অতিথিরা বিজয়ীদের মাঝে ট্রফি ও মার্সেল কোম্পানির একটি ফ্রিজ এবং বিজিত দলের হাতে ট্রফি ও একটি মার্সেল মনিটর তুলে দেন। এরপর সন্ধ্যায় আমিন খান লালপুরে মার্সেল শো-রুমের উদ্বোধন করেন।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার