হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ছাত্রলীগ নেতাকে আটক করে গাছের সঙ্গে বাঁধল জনতা

বগুড়া প্রতিনিধি

বগুড়ার গাবতলীতে স্কুলছাত্রীদের ইভ টিজিংয়ের অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে চাকুসহ আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে স্থানীয় জনতা। পরে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়।

আটক রাদিয়াদ হোসাইন বর্ণ (২২) গাবতলী উপজেলা ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক। তিনি গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের কামারচট্ট গ্রামের বাসিন্দা শাহিনুর প্রাংয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে গাবতলীর পীরগাছা এলাকায় বর্ণ একটি অটোরিকশা থামিয়ে যাত্রীদের চাকু দেখিয়ে ভয় দেখাচ্ছিলেন এবং গালিগালাজ করছিলেন। এ সময় স্থানীয়রা তাঁকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে গাবতলী মডেল থানায় খবর দিলে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়।

রামেশ্বরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য স্বপন মণ্ডল বলেন, রাদিয়াদ হোসাইন বর্ণ দীর্ঘদিন ধরে এলাকায় ইভ টিজিং করে আসছিলেন। গতকাল ঘটনার পর স্থানীয়রা তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, বর্ণের বিরুদ্ধে স্কুলগামী ছাত্রীদের ইভ টিজিংয়ের অসংখ্য অভিযোগ রয়েছে। ২০২২ সালের ১৭ জানুয়ারি রামদাসহ পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবারের ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে