হোম > সারা দেশ > নাটোর

আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় বিএনপি নেতা বহিষ্কার

লালপুর (নাটোর) প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নাটোরের লালপুর উপজেলা বিএনপির ২ নম্বর যুগ্ম-আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টুকে বহিষ্কার করেছে দলটি। গতকাল বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়। 

স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসী বলছে, ছিদ্দিক আলী ওই এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জন্য ভোট চেয়ে বেড়ানোয় তাঁকে বহিষ্কার করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নাটোর জেলাধীন লালপুর থানা বিএনপির ২ নম্বর যুগ্ম-আহ্বায়ক ছিদ্দিক আলী মিষ্টুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ছিদ্দিক আলী মিষ্টু ছাড়াও ওই বিজ্ঞপ্তিতে বিভিন্ন এলাকার আরও সাত নেতা-কর্মীর নাম উল্লেখ রয়েছে। তাঁরা হলেন বরগুনা জেলাধীন আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক  জালাল ফকির, সাতক্ষীরা জেলাধীন কলারোয়া উপজেলা বিএনপির সহসভাপতি মো. আমানুল্লাহ আমান মাস্টার, মৌলভীবাজার জেলাধীন কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদাল হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলাধীন সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম, জমির উদ্দিন, জাহাঙ্গীর আলম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক এহেতাশামুল আজিম। তাঁদের ক্ষেত্রেও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
দলীয় নেতা-কর্মীরা বলছেন, গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় লালপুর উপজেলার বিলমাড়িয়া সরকারি মাঠে আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুলের জন্য ছিদ্দিক আলী মিষ্টু ভোট চাওয়ায় বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। তাঁর বক্তব্যের ভিডিও রয়েছে। 

ওই অনুষ্ঠানে বিএনপির নেতা মিষ্টু বলেন, ‘আমি আপনাদের কাছে আমার মামার (শহিদুল ইসলাম বকুল) জন্য দোয়া চাই, সবাই দোয়া করবেন। আগামী ৭ জানুয়ারি মামা যে নির্বাচন করছেন, আমি আপনাদের চেয়ারম্যান হিসেবে আপনাদের কাছে আহ্বান করছি, আপনারা সবাই মামাকে ভোট দেবেন, ইনশাল্লাহ।’ 

এ বিষয়ে সদ্য বহিষ্কার হওয়া বিএনপি নেতা ছিদ্দিক আলী মিষ্টু আজকের পত্রিকাকে বলেন, ‘ওই অনুষ্ঠানের বক্তব্যকে এডিট করে উপজেলা বিএনপির একটি অংশ কেন্দ্রে পাঠিয়েছে। তারা কেন্দ্রীয় কমিটিকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে এই আদেশ প্রদান করেছে। আমি বিএনপির সঙ্গে আছি, আগামীতেও থাকব।’ 

লালপুর উপজেলা বিএনপির সদস্যসচিব হারুনার রশিদ পাপ্পু আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা বিএনপির ব্যাপারে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। মিষ্টু উন্মুক্ত জনসভায় বক্তব্য রেখেছেন, যা সবাই জানেন। দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে তাঁকে বহিষ্কার করা হয়েছে।’

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার