হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১ 

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে দেশীয় তৈরি ৩টি আগ্নেয়াস্ত্রসহ সানোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাট র‍্যাব অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার রাতে উপজেলার দিলালপুর এলাকায় অভিযান চালিয়ে সানোয়ারকে গ্রেপ্তার করা হয়। সানোয়ার একটি ডাকাত দলের অন্যতম সদস্য। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

র‍্যাব-৫ জয়পুরহাটের কোম্পানি কমান্ডার মো. মোস্তফা জামান বলেন, সোমবার রাতে উপজেলার দিলালপুর এলাকায় অভিযান চালিয়ে সানোয়ারকে গ্রেপ্তার করা হয়।

সানোয়ার হোসেন ও তাঁর সহযোগী ফরিদ উদ্দিনসহ ৬-৭ জনের একটি দল বিভিন্ন সময়ে নওগাঁর বিভিন্ন এলাকায় ডাকাতিতে অংশগ্রহণ করছে, এমন তথ্য পাওয়ার পর থেকে র‍্যাব তাঁদের গ্রেপ্তার কার্যক্রম শুরু করে। বিভিন্ন সময়ে তাঁদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। গতকাল সোমবার রাতে দিলালপুর এলাকায় অভিযান চালিয়ে সানোয়ারকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর সহযোগী ফরিদ উদ্দিন পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, সানোয়ারকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। সে একজন ডাকাত। তাঁর বিরুদ্ধে ৫টি ডাকাতি মামলাসহ মোট ১১টি মামলা থাকলেও ৭টি মামলার তথ্য পাওয়া গেছে। ধামইরহাট থানায় সানোয়ারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার