হোম > সারা দেশ > পাবনা

ঈশ্বরদী উপজেলা আ.লীগের নেতা ঢাকায় গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

আবুল কালাম আজাদ। ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার রাজধানী ঢাকার ফার্মগেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন মোবাইল ফোনে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঈশ্বরদীর আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ মিন্টু বর্তমানে ঢাকায় গ্রেপ্তার অবস্থায় তেজগাঁও থানা-পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে ঈশ্বরদীতে মামলা রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয়েছে তাঁকে নিয়ে যাওয়ার জন্য। তারা এলে মিন্টুকে ঈশ্বরদী পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

ওসি আরও বলেন, আজ দুপুরের দিকে তিনি ঢাকার ফার্মগেট এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এ সময় স্থানীয়রা তাঁকে আটক করে রাখে। খবর পেয়ে বেলা ৩টার দিকে তাঁকে উদ্ধার করে তেজগাঁও থানা হেফাজতে নিয়ে আসা হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, আবুল কালাম মিন্টুর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা রয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় কথা হয়েছে। তারা এসে আসামিকে ঈশ্বরদীতে নিয়ে যাবে।

সূত্রে জানা যায়, সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর জামাতা আবুল কালাম আজাদ মিন্টু ৫ আগস্টের পর রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় আত্মগোপন করেন। আজ দুপুরে ফার্মগেটে লেগুনা স্ট্যান্ডের কাছে স্থানীয়রা তাঁকে আনন্দ সিনেমা হলের ভেতরে আটকে রেখে মারধর করে। বিষয়টি জানতে পেরে তেজগাঁও থানা–পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

জানতে চাইলে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারের বিষয়টি শুনেছি। আবুল কালাম মিন্টু এজাহার নামীয় না হলেও মামলার তদন্তে তার নাম এসেছে।’

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ