হোম > সারা দেশ > রাজশাহী

টাকা আয়ের জন্য বাড়ির আঙিনায় গাঁজা গাছ রোপণ

পাবনা প্রতিনিধি

বাড়ির আঙিনায় রোপণ করা চারটি গাঁজাগাছ। সেই গাঁজা বিক্রি করে অর্থ উপার্জনের স্বপ্ন দেখছিলেন হাসেম মালিথা ও শামসুল মালিথা। এ খবর জানতে পেরে পুলিশ অভিযান চালায় বাড়িতে। গাঁজার গাছসহ গ্রেপ্তার করে দুই ব্যক্তিকে।

এমন ঘটনা ঘটেছে পাবনা সদর উপজেলার চর বলরামপুরে। আজ সোমবার ভোরে তাঁদের আটক করা হয়। পরে বিকেলে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে নিজেদের বাড়ির আঙিনাতেই রোপণ করেছিলেন গাঁজার গাছ।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, সোমবার ভোরে চর বলরামপুর মালিথাপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় দুই ব্যক্তির বাড়ির আঙিনায় রোপণ করা মোট চারটি গাঁজার গাছ জব্দ করা হয়। জব্দ চারটি গাঁজার গাছের ওজন প্রায় ৪৫ কেজি। এ সময় দুজনকে আটক করা হয়।

আটক হাসেম মালিথা (৫০) চর বলরামপুর মালিথাপাড়া গ্রামের আবু মালিথার ছেলে ও শামসুল মালিথা (৪০) একই গ্রামের আক্কাস মালিথার ছেলে।

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর সোমবার বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে