হোম > সারা দেশ > রাজশাহী

টাকা আয়ের জন্য বাড়ির আঙিনায় গাঁজা গাছ রোপণ

পাবনা প্রতিনিধি

বাড়ির আঙিনায় রোপণ করা চারটি গাঁজাগাছ। সেই গাঁজা বিক্রি করে অর্থ উপার্জনের স্বপ্ন দেখছিলেন হাসেম মালিথা ও শামসুল মালিথা। এ খবর জানতে পেরে পুলিশ অভিযান চালায় বাড়িতে। গাঁজার গাছসহ গ্রেপ্তার করে দুই ব্যক্তিকে।

এমন ঘটনা ঘটেছে পাবনা সদর উপজেলার চর বলরামপুরে। আজ সোমবার ভোরে তাঁদের আটক করা হয়। পরে বিকেলে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে নিজেদের বাড়ির আঙিনাতেই রোপণ করেছিলেন গাঁজার গাছ।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, সোমবার ভোরে চর বলরামপুর মালিথাপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় দুই ব্যক্তির বাড়ির আঙিনায় রোপণ করা মোট চারটি গাঁজার গাছ জব্দ করা হয়। জব্দ চারটি গাঁজার গাছের ওজন প্রায় ৪৫ কেজি। এ সময় দুজনকে আটক করা হয়।

আটক হাসেম মালিথা (৫০) চর বলরামপুর মালিথাপাড়া গ্রামের আবু মালিথার ছেলে ও শামসুল মালিথা (৪০) একই গ্রামের আক্কাস মালিথার ছেলে।

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর সোমবার বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা