হোম > সারা দেশ > পাবনা

পাবনা এডওয়ার্ড কলেজে ২টি বাস উপহার দিলেন রাষ্ট্রপতি

পাবনা প্রতিনিধি

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে শিক্ষার্থীদের শুভেচ্ছা স্বরূপ দুইটি বাস উপহার দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বুধবার কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অধ্যক্ষের হাতে বাসের চাবি ও কাগজপত্র তুলে দেন প্রধান অতিথি রাষ্ট্রপতির ছেলে ও আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য মো. আরশাদ আদনান রনি। 

এ সময় আরশাদ আদনান রনি তাঁর বক্তব্যে বলেন, ‘বাবা এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। এই প্রতিষ্ঠানই নয়, পুরো পাবনা নিয়ে তিনি ভাবছেন। পাবনার জন্য অনেক ভাবনা নিয়ে এগোচ্ছেন। পাবনা জেলাকে তিনি আধুনিক, যুগোপযোগী ও টেকসই উন্নয়নের রোল মডেলে পরিণত করতে চান।’ 

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মাহবুব সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম ও শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ। সঞ্চালনা করেন সরকারি এডওয়ার্ড কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর মো. জালাল উদ্দিন। 

উপস্থিত ছিলেন–সরকারি এডওয়ার্ড কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মাহবুব হাসান, কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, রাজনীতিবিদ, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। 

অনুষ্ঠানে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। শেষে তিনি ফিতা কেটে বাস দু’টি হস্তান্তর করেন।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা