হোম > সারা দেশ > বগুড়া

বগুড়া কারাগার থেকে ৩ দিনে ৪৫০ বন্দী মুক্ত

বগুড়া প্রতিনিধি

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত তিন দিনে বগুড়া জেলা কারাগার থেকে ৪৫০ জন বন্দী জামিনে মুক্ত হয়েছেন। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বগুড়ার বিভিন্ন আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। 

আজ  শনিবার বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জেলা কারাগারে বন্দী ধারণক্ষমতা ৭৭০ জন। গত ৬ আগস্ট সকাল পর্যন্ত কারাগারে বন্দী ছিলেন ২ হাজার ১৫০ জন। ওই দিন দুপুরের পর থেকে বন্দীদের জামিননামা আদালত থেকে কারাগারে আসতে শুরু করে। এভাবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বগুড়া জেলা কারাগার থেকে ৪৫০ জন বন্দীকে মুক্তি দেওয়া হয়। আজ শনিবার দুপুর পর্যন্ত জেলা কারাগারে বন্দীর সংখ্যা ছিল ১ হাজার ৭০০ জন।’ 

বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সহসভাপতি আব্দুল বাছেদ বলেন, ‘সরকার পরিবর্তনের পরদিন থেকেই বগুড়ার বিভিন্ন আদালত রাজনৈতিক মামলাসহ বিভিন্ন মামলায় কারাগারে আটক বন্দীদের জামিন দিতে শুরু করেন।’ তিনি আরও বলেন, ‘চলমান ছাত্র আন্দোলনে বিএনপি, জামায়াত ছাড়াও সাধারণ মানুষ এবং বেশ কয়েকজন ছাত্রকে গ্রেপ্তার করেছিল জেলার বিভিন্ন থানা-পুলিশ। গত তিন দিনে তাঁরা মুক্তি পেয়েছেন।’ 

বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন বলেন, ‘গত ৫ আগস্ট থেকে কারাগারে নতুন বন্দী আসা বন্ধ রয়েছে। জেলা কারাগারে এখনো ধারণক্ষমতার দ্বিগুণ বন্দী রয়েছে।’

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর