হোম > সারা দেশ > বগুড়া

বগুড়া কারাগার থেকে ৩ দিনে ৪৫০ বন্দী মুক্ত

বগুড়া প্রতিনিধি

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত তিন দিনে বগুড়া জেলা কারাগার থেকে ৪৫০ জন বন্দী জামিনে মুক্ত হয়েছেন। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বগুড়ার বিভিন্ন আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। 

আজ  শনিবার বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জেলা কারাগারে বন্দী ধারণক্ষমতা ৭৭০ জন। গত ৬ আগস্ট সকাল পর্যন্ত কারাগারে বন্দী ছিলেন ২ হাজার ১৫০ জন। ওই দিন দুপুরের পর থেকে বন্দীদের জামিননামা আদালত থেকে কারাগারে আসতে শুরু করে। এভাবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বগুড়া জেলা কারাগার থেকে ৪৫০ জন বন্দীকে মুক্তি দেওয়া হয়। আজ শনিবার দুপুর পর্যন্ত জেলা কারাগারে বন্দীর সংখ্যা ছিল ১ হাজার ৭০০ জন।’ 

বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সহসভাপতি আব্দুল বাছেদ বলেন, ‘সরকার পরিবর্তনের পরদিন থেকেই বগুড়ার বিভিন্ন আদালত রাজনৈতিক মামলাসহ বিভিন্ন মামলায় কারাগারে আটক বন্দীদের জামিন দিতে শুরু করেন।’ তিনি আরও বলেন, ‘চলমান ছাত্র আন্দোলনে বিএনপি, জামায়াত ছাড়াও সাধারণ মানুষ এবং বেশ কয়েকজন ছাত্রকে গ্রেপ্তার করেছিল জেলার বিভিন্ন থানা-পুলিশ। গত তিন দিনে তাঁরা মুক্তি পেয়েছেন।’ 

বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন বলেন, ‘গত ৫ আগস্ট থেকে কারাগারে নতুন বন্দী আসা বন্ধ রয়েছে। জেলা কারাগারে এখনো ধারণক্ষমতার দ্বিগুণ বন্দী রয়েছে।’

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি