হোম > সারা দেশ > রাজশাহী

বড়াইগ্রামে এক রাতে ৯ সেচযন্ত্র চুরি, ক্ষতির মুখে ৩০০ বিঘার জমির ফসল 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক রাতে ৯টি শ্যালো মেশিন (সেচযন্ত্র) চুরি হয়েছে। এতে সাড়ে ৩০০ জমির ফসল আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে শাহিন সরদার নামের এক কৃষক বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে কোনো এক সময় উপজেলার নগর ইউনিয়নের বড়-পিংগুইন গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা হলেন শাহিন সরদার, বাবুল হোসেন, আলমগীর হোসেন, আমিনুল ইসলাম, মিজানুর রহমান, শফিকুল ইসলাম, খাদেমুল ইসলাম, আফসার আলী ও আব্দুল লতিফ।

নগর ইউপি চেয়ারম্যান মোস্তফা শামসুজ্জোহা বলেন, ‘বড়-পিংগুইন গ্রামের নয়জন কৃষকের সেচযন্ত্র চুরির খবর পেয়েছি। তাঁরা ওই যন্ত্র দিয়ে নিজের পাশাপাশি অন্যদের জমিতে সেচ দিতেন। এখন তাঁদের ওই ফসলে সেচ বন্ধ হয়ে গেল। সময়মতো সেচ দিতে না পারলে ফসলের চরম ক্ষতি হবে। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি দ্রুত সময়ের মধ্যে চোরদের শনাক্ত করে সেচযন্ত্রগুলো উদ্ধার করতে। একই সঙ্গে মাঠে থাকা সেচযন্ত্রগুলো সম্ভব হলে পাহারার ব্যবস্থা করতে।’

কৃষক আবুল হোসেন জানান, শ্যালো মেশিন দিয়ে তাঁরা যুগ যুগ ধরে ফসল আবাদ করে আসছেন। প্রতিদিন বাড়ি থেকে আনা-নেওয়ার সমস্যার কারণে তাঁরা মেশিনগুলো বস্তা দিয়ে ঢেকে বিলেই রেখে আসতেন। এর আগে কখনো এমন চুরি হয়নি। মেশিনগুলোর একেকটির দাম ১০-১৫ হাজার টাকা। চাষাবাদের ভরা মৌসুমে এমন চুরির ঘটনায় দরিদ্র কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।

আরেক কৃষক শাহীন আলম বলেন, ‘বৃহস্পতিবার রাতেও আমরা শ্যালো মেশিন দিয়ে জমিতে পানি দিয়েছি। এক রাতের মধ্যেই রাতে ৯টি মেশিন চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় আজ শুক্রবার থানায় লিখিত অভিযোগ করেছি।’

কৃষক মোস্তাফিজুর রহমান বলেন, এতে সাড়ে ৩০০ বিঘার জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব জমিতে রসুন, গম, ভুট্টা, চৈতালি ফসল রয়েছে।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম বলেন, ‘চোর চক্রকে ধরতে ইতিমধ্যে অভিযান শুরু করেছে। আশা করি অল্প সময়ের মধ্যেই চোরদের শনাক্ত করা সম্ভব হবে।’

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়