হোম > সারা দেশ > জয়পুরহাট

হুইপ স্বপনসহ ৭ জনের মোবাইল চুরি, উদ্ধারে তৎপর পুলিশ

জয়পুরহাট প্রতিনিধি

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জয়পুরহাটের পাঁচবিবির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের বাবার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় হুইপ স্বপনসহ আরও অন্তত সাতজনের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। এখনো মোবাইলগুলো উদ্ধার হয়নি। 

জানা গেছে, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে সমবেদনা জানাতে তাঁর সঙ্গে দেখা করতে আসেন অসংখ্য নেতা-কর্মী। এরই মাঝে সুযোগ বুঝে হুইপ স্বপনের ব্যবহৃত মোবাইল ফোনসহ সাতজনের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। 

হুইপ স্বপন ছাড়াও দিনাজপুর জেলার হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার মেয়র সিরাজুল ইসলাম বুলু, পাঁচবিবির কুসুম্বা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী জিহাদ হোসেন, আস্থা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সবুজ মণ্ডলসহ অন্তত সাতজনের মোবাইল ফোন চুরি হয়। 

হুইপ স্বপনের ব্যক্তিগত সহকারী এ বি এম ইমরুল হাসান সাংবাদিকদের জানান, নিরাপত্তার জন্য পুলিশ ছিল। কিন্তু নিরাপত্তা থাকা সত্ত্বেও জানাজার নামাজের কোনো এক সময় হুইপের মোবাইলটি চুরি হয়ে যায়। এ পর্যন্ত তা উদ্ধার হয়নি। 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল সাংবাদিকদের বলেন, ‘হুইপের বাবার জানাজায় আমরা নেতা-কর্মীসহ হাজার হাজার মানুষ যোগ দিয়েছিলাম। শুনেছি জানাজার সময় হুইপের ব্যবহৃত মোবাইল হারিয়েছে। এ সময় হাকিমপুর, ক্ষেতলাল পৌর মেয়রসহ আরও কয়েকজনের মোবাইল চুরি হয়েছে। এতগুলো মোবাইল এক সঙ্গে চুরি হলেও এখন পর্যন্ত সেগুলো উদ্ধার না হওয়ায় আমরা উদ্বিগ্ন।’ 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব সাংবাদিকদের বলেন, ‘মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত হুইপের সঙ্গে ছিলাম। মোবাইল হারিয়েছে, এমন কথা তিনি আমাকে জানাননি। নেতা-কর্মী এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমি বিষয়টি জানতে পেরেছি। আর জানাজায় হাজার হাজার মানুষ উপস্থিতি ছিল। এ সময় অনেক নেতা-কর্মী হুইপ স্যারের সঙ্গে দেখা করছেন। অনেকে ছবিও তুলছেন। এর মাঝে হুইপ স্যারসহ আরও কয়েকজনের মোবাইল ফোন হারিয়ে গেছে। পুলিশের এত নিরাপত্তার পরও কীভাবে এতগুলো মোবাইল হারিয়ে গেল এ বিষয়ে গভীর তদন্ত চলছে। আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোন উদ্ধারের তৎপরতা চালাচ্ছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ আমাদের কাছে কোনো অভিযোগ করেননি।’ 

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যা ৭টায় হুইপ স্বপনের বাবা রাজধানীর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন। হুইপ স্বপনের বাবাকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট সদরের নিজ গ্রাম ধলাহার ইউনিয়নের রামকৃষ্ণপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান