হোম > সারা দেশ > নওগাঁ

রশি দিয়ে পথ আটকে মোটরসাইকেল ছিনতাই

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগরে সড়কে রশি দিয়ে পথ আটকে এক ব্যক্তির মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল কেড়ে নিয়ে গেছে ছিনতাইকারী। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার আবাদপুকুর-রাণীনগর সড়কের রঞ্জনিয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের কবলে পড়া সাদ্দাম হোসেন উপজেলার কালীগ্রাম সরদারপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

সাদ্দাম হোসেন বলেন, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ তিনি তাঁর নানার বাড়ি উপজেলার ঝালঘড়িয়া গ্রাম থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় মিনহাজ নামের এক প্রতিবেশী তাঁর মোটরসাইকেলে ছিলেন। বাড়ি ফেরার পথে আবাদপুকুর-রাণীনগর সড়কের রঞ্জনিয়া মোড়ের পূর্ব দিকে পৌঁছালে ১০–১২ জন মুখোশ পরা ছিনতাইকারী রশি দিয়ে তাঁদের পথ আটকে ফেলে। এ সময় তাঁদের মারধর করে সড়কের পাশে নিয়ে গিয়ে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। ছিনতাইকারীরা তাঁদের সঙ্গে থাকা মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ প্রায় সাত হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে ধীরে ধীরে হাত-পায়ের ও মুখের বাঁধন খুলে ফেলেন সাদ্দাম ও মিনহাজ। এ সময় রাস্তায় টহল পুলিশকে দেখতে পেয়ে বিষয়টি জানিয়েছেন বলে জানান সাদ্দাম হোসেন। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। তারপরেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর