হোম > সারা দেশ > রাজশাহী

দুই বছর পর খুলছে সিনেমা হল ‘তাজ’ 

নওগাঁ প্রতিনিধি

দীর্ঘ দুই বছর পর এবার ঈদে খুলছে নওগাঁর ঐতিহ্যবাহী সিনেমা হল ‘তাজ’। ঈদে সেখানে মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা ‘বিদ্রোহী’। তাই এরই মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সার্বিক প্রস্তুতি সম্পূর্ণ করেছে কর্তৃপক্ষ। 

জানা গেছে, নওগাঁ সদরে মোট তিনটি সিনেমা হল ছিল। এর মধ্যে ৮-১০ বছর আগে দুটি বন্ধ হয়ে যায়। তখন খুব জমজমাট ছিল সিনেমা হল ‘তাজ’। পরে ধীরে ধীরে এই সিনেমা হলও লোকসানের মুখে পড়ে। এরপর করোনার প্রকোপের কারণে দেশের অন্যান্য সিনেমা হলের মতো এটিও বন্ধ ঘোষণা করা হয়। ২০২১ সালের ১৬ অক্টোবর সরকারিভাবে সিনেমা হলগুলো খোলার অনুমতি দিলেও তাজের কর্তৃপক্ষ সেটি আর চালু করেনি। অবশেষে এবার ঈদে ‘বিদ্রোহ’ সিনেমা দিয়ে চালু হচ্ছে ঐতিহ্যবাহী এই সিনেমা হল।

সংশ্লিষ্টরা বলেন, ‘দেশের শীর্ষ নায়ক শাকিব খানের সিনেমা “বিদ্রোহী”র কল্যাণেই খোলা হচ্ছে ঐতিহ্যবাহী তাজ সিনেমা হল। সংকট কাটিয়ে আবারও আগের অবস্থায় ফিরে আসবে সিনেমা হলটি—এমনই আমাদের প্রত্যাশা।’ 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, জেলা সদরের একমাত্র সিনেমা হল চালু হওয়ার খবরে সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাঁরা বলছেন, দীর্ঘদিন সিনেমা হলে সিনেমা দেখা হয় না। এবার ঈদে সেই সুযোগ হবে।

শহরের উকিলপাড়ার বাসিন্দা শাহিন হোসেন বলেন, ‘দীর্ঘদিন হলো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা হয় না। শুনলাম ঈদে “তাজ” খুলবে। ঈদের দুই-তিন দিন পর সময় বের করে সিনেমা দেখতে যাব।’ 

কালীতলার বাসিন্দা বিকাশ চন্দ্র বলেন, ‘সিনেমা হলগুলো ৮-১০ বছর আগে ভালো চলত। সিনেমার মান ও হলের পরিবেশ ভালো না হওয়ায় দিনে দিনে দর্শক কমতে থাকে। একপর্যায়ে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যায়। ঈদে যেহেতু আবার চালু হচ্ছে, অবশ্যই যেতে হবে।’ 

এ বিষয়ে বিশিষ্ট চলচিত্র নির্মাতা আজাদুল ইসলাম বলেন, আগে নওগাঁয় তিনটি সিনেমা হল জমজমাট ব্যবসা করেছে। লোকসানের কারণে বছর দশেক আগে দুটি সিনেমা হল বন্ধ হয়ে যায়। শুধু তাজ টিকে ছিল। করোনার কারণে সেটিও দুই বছর বন্ধ ছিল। এবার ঈদে তাজ চালু হচ্ছে এটি ভালো খবর। আশা করছি দর্শক হলে ফিরবেন।

চলচিত্র নির্মাতা আরও বলেন, দর্শকদের হলমুখী করতে হলে ছবির বাজেট বাড়াতে হবে। ভালো মানের ছবি নির্মাণ করতে হবে। একই সঙ্গে গল্প ভালো হতে হবে।

সিনেমা হলটির ম্যানেজার রিপন চন্দ্র বলেন, ‘করোনার কারণে হল বন্ধ ছিল। ঈদে জনপ্রিয় অভিনেতা শাকিব খানের ‘বিদ্রোহী' দিয়ে নতুন করে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিন চারটি শো চলবে। আশা করছি, “তাজ” আবারও আগের অবস্থায় ফিরবে।’

সিনেমা হলের প্রতিষ্ঠাতা সুমন সাহা বলেন, ‘করোনা ও মানসম্পন্ন ছবি মুক্তি না পাওয়ায় হল বন্ধ রেখেছিলাম। দুই বছর পর আবারও খোলা হচ্ছে। আসলে শাকিব খানের “বিদ্রোহী” সিনেমার জন্যই খোলার সাহস পাচ্ছি। না হলে হয়তো বন্ধই রাখতে হতো। সব সংকট কাটিয়ে “তাজ” আবারও আগের মতো জমজমাট হবে বলে আশা করছি।’

উল্লেখ্য, ঈদে মুক্তি পাওয়া ‘বিদ্রোহী’ সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন বুবলী, মিশা সওদাগর, অমিত হাসান, ডন প্রমুখ।

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ

শিশু সাজিদ মারা গেছে