হোম > সারা দেশ > পাবনা

মন্দিরে দুই দফায় ভাঙচুর, যুবদল নেতা আটক

পাবনা প্রতিনিধি

আটক যুবদল নেতা। ছবি: আজকের পত্রিকা

পাবনা শহরের দিলালপুর মহল্লায় একটি মন্দিরে দুই দফা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা করেছে মন্দির কমিটি। এতে জড়িত থাকার অভিযোগে সাবেক এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।

আটক যুবদল নেতা জাহিদ হাসান হ্যাপি (৪০) পাবনা শহরের কালাচাঁদপাড়া মহল্লার আব্দুর রহিম খানের ছেলে। তিনি সদর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। তাঁর মেজ ভাই জাকির হোসেন জ্যাকি বর্তমানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা সদর উপজেলা শাখার সদস্যসচিব।

জানা গেছে, গতকাল শনিবার রাতের কোনো এক সময় পাবনা শহরের দিলালপুর এলাকার শ্রীশ্রী রক্ষা কালীমাতা মন্দিরের তালা ভেঙে মন্দিরের ভেতরে থাকা প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। আজ সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের লোকজন মন্দির পরিদর্শন করে সেখানে পুলিশি পাহারার ব্যবস্থা করে।

একইভাবে আজ সকালে মন্দিরে দায়িত্বরত পুলিশ সদস্যরা কিছু সময়ের জন্য মন্দিরের বাইরে গেলে তালা ভেঙে দ্বিতীয় দফায় প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। পরে দুপুরে অভিযান চালিয়ে হ্যাপিকে আটক করে পুলিশ।

এ বিষয়ে পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, সিসিটিভির ফুটেজ দেখে অপরাধী শনাক্ত করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে। গ্রেপ্তার হ্যাপিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন