হোম > সারা দেশ > রাজশাহী

বিক্ষোভের পর বোনাস পেলেন শ্রমিকেরা

রাজশাহী প্রতিনিধি

ঈদ বোনাস না পেয়ে রাজশাহীতে একটি ওষুধ কোম্পানির শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ শুক্রবার সকালে তারা কারখানার ভেতরেই বিক্ষোভ শুরু করেন। দুপুর পর্যন্ত তারা কর্মবিরতি পালন করেন। পরে দুপুরে বোনাস দেওয়া হলে তারা কাজে ফেরেন। 
 
এই শ্রমিকেরা কেমিকো ফার্মাসিউটিক্যালস নামের একটি ওষুধের কারখানায় কাজ করেন। কারখানাটি নগরীর সাগরপাড়া এলাকায়। খুবই স্বল্প বেতনে এখানে প্রায় ২৫০ জন নারী-পুরুষ কাজ করেন। বেতনের অর্ধেক তাদের ঈদ বোনাস দেওয়া হয়। 
 
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কারখানায় গিয়ে দেখা গেছে, কাজে যোগ না দিয়ে শ্রমিকেরা বসে আছেন। লাবণী খাতুন নামের এক নারী জানান, এখানে মাসের শেষে এসে বেতন দেওয়া হয়। ২৭ এপ্রিল তারা মার্চ মাসের বেতন পেয়েছেন। বৃহস্পতিবার তাদের বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু বিকেলে জানানো হয় বোনাস হবে শুক্রবার। কিন্তু শুক্রবার সকালে এসে তারা শোনেন টাকা নেই। বোনাস দেওয়া হবে শনিবার। এরপরই শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। দুপুরে আবার মোবাইলে যোগাযোগ করা হলে লাবণী জানান, তাদের বোনাস দেওয়া হচ্ছে। বোনাস হাতে নিয়ে তারা কাজে যোগ দেবেন। 
 
কোম্পানির কার্যনির্বাহী প্রশাসন মো. নুরুজ্জামান বলেন, ‘টাকা না থাকার কারণে বোনাস দিতে বিলম্ব হচ্ছিল। শ্রমিকেরা বিক্ষোভ শুরু করলে বিষয়টি ঢাকায় প্রধান কার্যালয়ে জানানো হয়। তারপর ঢাকা থেকে টাকা পাঠানো হলে বোনাস দেওয়া হয়েছে।’ 
 
এর আগে গত বছরের ঈদুল ফিতরের সময়ও এই কোম্পানির শ্রমিকেরা বোনাস না পেয়ে বিক্ষোভ এবং ভাঙচুর করেন। তারপরও ঈদের আগে তারা বোনাস পাননি। বোনাস দেওয়া হয়েছিল ঈদের পর। তবে ঈদুল আযহায় তারা বোনাস পেয়েছিলেন।

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু