হোম > সারা দেশ > পাবনা

রাষ্ট্রপতির নির্দেশে পাবিপ্রবির লিফট কিনতে কর্মকর্তাদের তুরস্ক সফর স্থগিত

পাবনা প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) লিফট কিনতে কর্মকর্তাদের তুরস্ক সফর স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ শুক্রবার বেলা তিনটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক ফারুক হোসেন চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মহামান্য রাষ্ট্রপতির নির্দেশক্রমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ সদস্যের প্রতিনিধি দলের লিফট কিনতে তুরস্ক সফর স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, ‘এই সফরটি আনন্দ ভ্রমণ নয়। এটা নিয়ে গণমাধ্যমে ভুল বোঝাবুঝি হচ্ছে। আমাদের এই সফরটির বিষয় ঠিকাদারি শিডিউলে অন্তর্ভুক্ত ছিল। রাষ্ট্রপতি আমাকে সফরটি স্থগিত করার নির্দেশ দিয়েছেন। সে জন্য আমরা সফরটি স্থগিত করেছি।’ 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬ সদস্যের প্রতিনিধি দলের লিফট কিনতে তুরস্ক ভ্রমণে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।

আজ শুক্রবার সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অঞ্জন চৌধুরী পিন্টু বলেন, লিফট কিনতে বিদেশ যাওয়ার বিষয়টি দুঃখজনক। বর্তমান যুগে লিফট কিনতে বিদেশ যাওয়ার প্রয়োজন হয় না। উন্নতমানের লিফট যারা সরবরাহ করেন তাদের প্রতিনিধি দেশেই রয়েছে। তাদের মাধ্যমে দেশে থেকে লিফট কেনা সম্ভব। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্দেশে অঞ্জন চৌধুরী পিন্টু বলেন, ভিসি বলেছেন এই টাকা বিশ্ববিদ্যালয় বা সরকারের টাকা না। তাহলে কি এই টাকা আকাশ থেকে পড়েছে? এ সময় বিদেশ না গিয়ে সেই টাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করার পরামর্শ দেন তিনি।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উন্নয়ন শীর্ষক প্রকল্প সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ১২ তলা বিশিষ্ট একাডেমিক ভবন ২টি, ১০ তলা বিশিষ্ট শিক্ষার্থীদের আবাসিক হল ২টি এবং ১০ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন ১টিসহ মোট পাঁচটি আধুনিক ভবন নির্মাণের কাজ চলছে। নির্মাণাধীন এসব ভবনের জন্য কেনা হবে ২৫টি লিফট। আর সেই লিফট কেনাকাটা ও তদারকির জন্যই তুরস্ক সফরে যাওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর পাবনাসহ সারা দেশ সমালোচনা শুরু হয়। এরপরই সফর স্থগিত করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড