পাবনার সাঁথিয়া উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার দুপুর দেড়টার দিকে মাধপুর-সাঁথিয়া সড়কের বোয়াইলমারী বাজারে দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম সাব্বির হোসেন (১২)। সে সাঁথিয়া উপজেলার হাটবাড়িয়া গ্রামের নজরুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুরে হাটবাড়িয়া সড়কপাড়া থেকে রিকশাভ্যানে খড় নিয়ে বাড়ি যাচ্ছিল শিশু সাব্বির। এ সময় সাঁথিয়া থেকে পাবনাগামী কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে সাব্বির রাস্তায় ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পৃষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিব মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। চালককে আটক করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।