হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে বিএনপির দুই পক্ষে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে নিহত ১

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নজিম উদ্দিন (৫০)। তিনি নওপাড়ার মৃত আলাউদ্দিনের ছেলে। আহত হয়েছেন একই গ্রামের বন্দের আলীর ছেলে ও ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সিরাজ উদ্দিনের ছেলে ও ছাত্রদল কর্মী আরিফুল ইসলাম ও বাবু মিয়া। তাঁদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় কবরস্থানের জমি নিয়ে বিএনপির নেতা গনি মিয়া ও জাহাঙ্গীরের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান।

এই বিরোধের জেরে শুক্রবার গনির ছেলে ওমর ফারুখ ও জামাই ফারুখ হোসেনের সঙ্গে জাহাঙ্গীরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওমর ফারুখ প্রতিপক্ষের নজিমকে ছুরিকাঘাত করেন। তাঁকে উদ্ধার করতে এগিয়ে এলে জাহাঙ্গীর, আরিফুল ও বাবুকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজিমকে মৃত ঘোষণা করেন।

নজিমের ভাই দুলাল উদ্দিন বলেন, ‘বেশ কিছু দিন আগে গনি মিয়ার বাবা গোরস্থানে জমি দান করেন। গনি মিয়া সেই জমি অন্য লোকের কাছে বিক্রি করে। একটি ধর্মীয় প্রতিষ্ঠানের জমির কারণে আমার ভাইকে হত্যা করল। আমি এই ঘটনার বিচার চাই।’

জানতে চাইলে গনি বলেন, ‘গতকাল বৃহস্পতিবার তারা আমার ছেলে ওমর ফারুখকে মারধর করেছে। এখন নিজেরা মারামারি করে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।’

এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান।

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা