হোম > সারা দেশ > বগুড়া

ট্রাক থেকে উড়াল দিল ১০ হাজার কবুতর, মুগ্ধ হয়ে দেখল বগুড়াবাসী

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

খাঁচা ভর্তি চারটি ট্রাক। মাঠ ভর্তি দর্শকের সামনে ছাড়া হলো। এ সময় মুগ্ধ হয়ে দেখেন বগুড়াবাসী। আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে এই কবুতর প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ঢাকার চারটি ক্লাবের ১০ হাজার কবুতর ছাড়া হয়। 

খোঁজ নিয়ে জানা যায়, সকালে চারটি ট্রাক থেকে কবুতরগুলো ছাড়া হয়। চারটি ক্লাবই ঢাকার। যে ক্লাবের কবুতর গন্তব্যস্থলে আগে পৌঁছাবে সেই ক্লাব বিজয়ী হবে। এই প্রতিযোগিতাকে ‘পিজন রেসিং’ বলে। ‘বাংলাদেশ রেসিং প্রিজন ইন্টারপ্রেনার লিমিটেড’ এর আয়োজন করে। 

ক্লাব চারটি হলো, বাংলাদেশ রেসিং পিজন ওনার্স অ্যাসোসিয়েশন (বিআরপিওএ), বাংলাদেশ রেসিং পিজনস এন্ট্রাপ্রেনিউর (বিআরপিইএল), বাংলাদেশ রেসিং পিজন ফ্যান্সিয়ারস ক্লাব (বিআরপিএফসি) ও অ্যালায়েন্স রেসিং পিজন ক্লাব ঢাকা (এআরপিসিডি)। 

এদিকে কবুতরের প্রতিযোগিতা এই অঞ্চলে সর্বপ্রথম অনুষ্ঠিত হওয়ায় প্রতিযোগিতাটি উপভোগ করতে শত শত দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 

প্রতিযোগিতার বিষয়ে বিআরপিওএ-এর ক্লাবের প্রতিনিধি মওদুদ আহমেদ বলেন, ‘একজাতীয় হোমার কবুতরের উন্নত জাত রেসার কবুতর। এসব কবুতরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। জাতীয় পর্যায়ে এই কবুতর প্রতিযোগিতাটি তিনটি স্থান থেকে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে সিরাজগঞ্জ থেকে ঢাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ মোকামতলা থেকে এবং এরপর পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে ঢাকা পর্যন্ত সর্বশেষ রেস অনুষ্ঠিত হবে।’ 

তিনি আরও বলেন, ‘আজকের প্রতিযোগিতায় অংশ নেওয়া কবুতর গুলো ঢাকায় অবস্থিত নিজ নিজ ক্লাবে পৌঁছাবে। যে ক্লাবের কবুতর গন্তব্যস্থলে আগে পৌঁছাবে সেই ক্লাব বিজয়ী হবে।’ 

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়