হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ফুটপাতেই বিক্রি হচ্ছে কাঁকড়া-অক্টোপাস

বগুড়া প্রতিনিধি

সামুদ্রিক খাবার খেতে বগুড়াবাসী ছুটতে হবে না কক্সবাজারসহ সমুদ্র তীরবর্তী অঞ্চলে। এখন সামুদ্রিক খাবার পাওয়া যাচ্ছে বগুড়াতেই। তাও আবার কোনো নামীদামি রেস্তোরাঁয় নয়, ফুটপাতেই বিক্রি হচ্ছে শৌখিন এ মুখরোচক খাবার। 

সামুদ্রিক কাঁকড়া-অক্টোপাসসহ বিভিন্ন সামুদ্রিক মাছ খাওয়ার জন্য প্রতিদিনই মানুষ ভিড় করছেন ফুটপাতের দোকানে। বিক্রিও হচ্ছে প্রচুর। দিন দিন এর চাহিদা বাড়ছে বলে জানিয়েছেন বিক্রেতা লায়েল হাসান। 

বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় ফুটপাতে প্রতিদিন একটি ভ্রাম্যমাণ দোকান দিয়ে বিক্রি করা হচ্ছে সামুদ্রিক কাঁকড়াসহ অক্টোপাস এবং বিভিন্ন সামুদ্রিক খাবার (সি-ফুড)। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলছে ফুটপাতের এই দোকান। 

এই অঞ্চলের মানুষের কাছে একেবারেই নতুন খাদ্য এটি। নামীদামি হোটেল কিংবা রেস্তোরাঁয় আকাশ ছোঁয়া দাম হলেও ফুটপাতে তা মিলছে একেবারেই কমে। ৫০ টাকা থেকে শুরু করে ২০০ বা ৩০০ টাকায় মিলছে এসব খাবার। কাঁকড়া, অক্টোপাস, চিংড়ি, কোরাল, টুনাসহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ বিক্রি হচ্ছে। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য পরিপাটি করে সেসব সাজিয়ে রাখা হয়েছে। যার যেটি পছন্দ; দরদাম ঠিক করার পর সেটি রান্না করে সরবরাহ করছেন দোকানি। 

শহরে বেড়াতে এসে শান্তা নামের এক নারী ফুটপাতের দোকান থেকে কাঁকড়া আর টুনা ফিশ কেনেন। তিনি বলেন, ‘কাঁকড়া কিনে দোকানে বসেই খেয়েছি। অনেক সুস্বাদু, আগে কখনো খাইনি। দামও তেমন বেশি না।’ 

বগুড়া শহরের কামারগাড়ি থেকে পরিবারের সঙ্গে বেড়াতে এসেছে রাইয়ান নামের সাত বছর বয়সী এক শিশু। কাঁকড়া আর অক্টোপাস খেয়ে বলে, কাঁকড়া, অক্টোপাস খেয়ে ভালো লাগছে। 

লায়েল হাসান নামের ওই যুবক এক সময় বগুড়া শহরের অভিজাত শপিং মলে কসমেটিকসের ব্যবসা করতেন। করোনার পর থেকে সেই দোকানে ক্রমান্বয়ে কেনা-বেচা কমে যাওয়ায় ভিন্ন কিছু করার চিন্তা করেন তিনি। এরপর তার থাইল্যান্ড প্রবাসী এক ভাইয়ের মাধ্যমে সি-ফুড বিক্রির আইডিয়া পান। সেই ভাইয়ের কাছ থেকেই রান্নার প্রক্রিয়া জেনে নিয়ে সামুদ্রিক মাছ ও প্রাণী বগুড়ায় এনে বিক্রির উদ্যোগ নেন। 

লায়েল হাসান বলেন, শুরু থেকেই ‘থাইল্যান্ড স্ট্রিট ফুড’ নামে এই দোকানে ব্যাপক সাড়া মিলছে।

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু