হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

অনিয়মের অভিযোগে সেতুর কাজ আটকে দিল জনতা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

অনিয়মের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাগলা নদে নির্মীয়মাণ সেতুর কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় জনতা। গতকাল বৃহস্পতিবার সকালে সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেন তাঁরা। 

জানা গেছে, উপজেলায় পাগলা নদের ওপর শিবগঞ্জ-মনাকষা সড়কে ২৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৭২ মিটার লম্বা সেতু নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২০২৭ সালের জুলাইয়ে সেতু নির্মাণ শেষ হওয়ার কথা। কিন্তু অনিয়মের অভিযোগ তুলে গতকাল কাজ বন্ধ করে দেন স্থানীয়রা। 

স্থানীয় আব্দুল লতিব বলেন, ‘এই সেতু নির্মাণে অনিয়ম হচ্ছে। গভীর রাতে সব কাজ করা হচ্ছে, যেন আমরা দেখতে না পাই। এমনকি একটা পাইলিং যে ৮০ ফুট রড দিয়ে করার কথা, তা করা হয়নি। সেতুর পিলারে ২৫ মিলিমিটার রড ব্যবহারের কথা থাকলেও ২০ মিলিমিটার রড দিয়ে ঢালাই করা হচ্ছে। গ্রামবাসী এসব অনিয়ম মানবে না।’ 

জিন্নাত আলী নামে অপর এক বাসিন্দা বলেন, ‘গভীর রাতে সেতু নির্মাণের কাজ করা হচ্ছে। আমরা ভালো-খারাপ দেখতে পাচ্ছি না। তবে আজকে আমরা ফজরের নামাজ পড়ে এসে দেখলাম ৮০ ফুট পাইলিং দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে ৪০ ফুট। তাই সেতু নির্মাণে বাধা দিয়েছি।’ 

খবর পেয়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে স্থানীয়দের তোপের মুখে পড়েন। চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোজাহার আলী প্রাং বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তখন স্থানীয়রা কেউই ছিলেন না। মূলত মাটির নিচে সমস্যা হওয়ার কারণে পাইলিং রডগুলো যথাযথভাবে দেওয়া যায়নি। আমরা জায়গা বদল করে অন্য জায়গায় পাইলিং করব।’ আপাতত কাজ বন্ধ রয়েছে বলেও জানান তিনি।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার