হোম > সারা দেশ > রাজশাহী

পাটের দামে হতাশায় চাষিরা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

পাবনার সাঁথিয়ায় চলতি মৌসুমে কৃষি উপকরণের দাম বৃদ্ধিসহ আবহাওয়ার বিরূপ প্রভাবের মুখে পড়তে হয়েছে পাঠ চাষিদের। চাষবাদে গুনতে হয়েছে বাড়তি খরচ। সে অনুযায়ী বাজারে মিলছে না দাম। এমন অবস্থায় খরচের টাকা তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা। 

কৃষকেরা বলছেন, এবার অনাবৃষ্টিসহ নানা প্রতিকূলতার কারণে আবাদে খরচ পড়েছে বেশি। যে দাম পাচ্ছেন এতে খরচ তোলা দায়। 

এদিকে ব্যবসায়ীরা বলেছেন, পাটের গুণগত মান না থাকা ও সরবরাহ বেশি থাকায় কিছুটা দাম কমেছে। এ ছাড়া ব্যবসায়ীদের কাছে বিগত বছরের পাট মজুত থাকায় নতুন করে কেনায় আগ্রহ কম। 

সাঁথিয়া কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ৭ হাজার ৮০০ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আর আবাদ হয়েছে ৭ হাজার ৮৪৫ হেক্টর জমিতে। 

কৃষকেরা জানান, প্রতি বিঘা জমিতে চাষ, বীজ, কীটনাশক, সেচ নিড়ানি, কাটা, জাগ দেওয়া, শ্রমিকসহ ঘরে তোলা পর্যন্ত খরচ পড়েছে প্রায় প্রকার ভেদে ১৫ হাজার থেকে ১৭ হাজার টাকা। আর ফলন হয়েছে জমির প্রকার ভেদে ৭ থেকে ১০ মণ। হাটে প্রকার ভেদে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ১০০ টাকা মণ বিক্রি হচ্ছে। অথচ গত বছর এ সময় প্রতি মণ পাট বিক্রি হতে প্রকার ভেদে ২ হাজার ৭০০ থেকে ৩ হাজার টাকা। 

সাঁথিয়ার বোয়াইলমারি পাট হাটে গিয়ে দেখা যায়, বেলা ১০টা থেকেই কৃষকেরা পাট বিক্রির জন্য হাটে নিয়ে এসেছেন। দর কষাকষি শেষে বেশির ভাগ কৃষকেরা গড়ে ২ হাজার টাকা মণ দরে পাট বিক্রি করছেন। 

কোনাবাড়িয়া গ্রামের কৃষক আব্দুল বলেন, ‘প্রায় ৩ বিঘা জমিতে পাট চাষ করেছি। এবার অনাবৃষ্টিসহ নানা প্রতিকূলতার কারণে আবাদে খরচ পড়েছে বেশি। যে দাম পাচ্ছি তাতে পোষাবে না।’ 

কৃষক আব্দুল আরও বলেন, ‘অনাবৃষ্টির কারণে জমিতে সেচসহ রোগ-বালাই থেকে রক্ষা করার জন্য সার, কীটনাশকের পরিমাণ বেশি ব্যবহার করতে হয়েছে। সঙ্গে শ্রমিকের মজুরিসহ খরচ বেড়ে গেছে। যদি বাজারে সরকারিভাবে নজরদারি থাকত তা হলে পাটের দাম বেশি পেতাম। ব্যাপারীরা তাদের ইচ্ছা মাফিক পাট কিনছে।’ 

পাটের দাম কমার বিষয় জানতে চাইলে ব্যবসায়ী শামসুল হক বলেন, ব্যবসায়ীদের কাছে এখনো গত বছরের পাট রয়ে গেছে। এতে ব্যবসায়ীরা পাট কেনার আগ্রহ দেখাচ্ছেন কম। তা ছাড়া দুই তিন সপ্তাহে আগে বাজারে পাটের সরবরাহ কমছিল তাই দাম কিছুটা চড়া ছিল। এখন বাজারে পাটের সরবরাহ ব্যাপক তাই দাম কমেছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জীব কুমার গোস্বামী বলেন, সাধারণত পাটের মৌসুমে বাজারে নতুন পাট ওঠায় ও সরবরাহ বেশি থাকায় দাম একটু কমে যায়। আবার আমদানি কমে গেলে দাম স্বাভাবিক হয়ে যায়। বর্তমান হাট-বাজারে পাটের যে দাম চলছে এতে কৃষকদের লাভ কম হবে। তবে তাদের খুব যে একটা লোকসান হবে না।

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক