হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় নির্বাচনী সহিংসতায় যুবককে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি

বগুড়ার গাবতলী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাকির হোসেন নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাতে আহত করা হয়েছে। পরে হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়। 

আজ বুধবার দুপুরে উপজেলা রামেশ্বরপুর জাইগুলি গ্রামে দুই ইউপি সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন জাকির। পরে তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। 

গাবতলী মডেল থানার ওসি মো. জিয়া লতিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, নিহত জাকির গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের জাইগুলি গ্রামের মৃত লয়া মিয়ার ছেলে। জাকির উপজেলার বিভিন্ন ঘটনা ও সমস্যা তুলে ধরে অনলাইনে লাইভ অনুষ্ঠান করতেন। তাঁর ইউটিউব চ্যানেল ছিল। সেখানে তিনি ভিডিও আপলোড করতেন এবং ফেসবুক লাইভ করতেন। সম্প্রতি তিনি রামেশ্বরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ডা. সাহিদুল ইসলামের পক্ষে বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুক লাইভ করেন। এতে ডা. সাইদুলের প্রতিপক্ষ ইউপি সদস্য পদপ্রার্থী ফেরদৌস হাসান মিঠু তাঁর ওপর ক্ষিপ্ত হন। 

এছাড়াও বুধবার ২ নম্বর ওয়ার্ডের জাইগুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলাকালে ফেসবুকে লাইভ করেন তিনি। পরে দুপুরে জাইগুলি ইউপি সদস্য পদপ্রার্থী সাইদুল (টিউবওয়েল প্রতীক) ও ফেরদৌস হাসান মিঠুর (ফুটবল প্রতীক) কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে জাকিরকে আহত করা হয়। পরে হাসপাতালে জাকিরের মৃত্যু হয়। 

গাবতলী মডেল থানার ওসি মো. জিয়া লতিফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় এখনো মামলা হয়নি। জড়িতদের ধরতে অভিযান চলছে।  

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার