হোম > সারা দেশ > পাবনা

পাবনায় প্রতিমা ভাঙচুর মামলায় যুবলীগকর্মী গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি

পাবনার সুজানগর পৌর এলাকায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় করা মামলায় বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু (৩৪) নামের এক যুবলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাজবাড়ীর গোয়ালন্দ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গতকাল সোমবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) মো. মোরতোজা আলী খান।

গ্রেপ্তার বাচ্চু আলমগীর সুজানগর পৌর সদরের মসজিদপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছে, বাচ্চু আলমগীর যুবলীগকর্মী। তাঁর ছোট ভাই রেদোয়ান নয়ন এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি। ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

পুলিশ সুপার মোরতোজা আলী খান বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুজানগরে দুটি পূজা মণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। গত ২৯ সেপ্টেম্বর রাতে পৌর এলাকার ঋষিপাড়া মণ্ডপের প্রতিমা ও পরদিন রাতে সুজানগর পৌর এলাকার পালপাড়া মহল্লার বারোয়ারি মন্দিরে নির্মিত প্রতিমা ভাঙা হয়।

এ ঘটনায় গত ১ অক্টোবর মানিকদির পালপাড়া মন্দির কমিটির সভাপতি বিজন কুমার পাল বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে সুজানগর থানায় মামলা করেন। পুলিশ ঘটনা অনুসন্ধান শুরু করলে তা আঁচ করতে পেরে বাচ্চু এলাকা ছেড়ে পাশের রাজবাড়ীতে আত্মগোপন করেন। স্থানীয়দের দেওয়া বিভিন্ন তথ্য অনুসন্ধান করে পুলিশ তাঁকে গ্রেপ্তারে মাঠে নামে। ঘটনার পাঁচ দিন পর গোয়ালন্দ এলাকা থেকে আটক করে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার বাচ্চু প্রতিমা ভাঙচুরের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা আদালতে স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে স্থানীয় থানায় মাদক, জমি সংক্রান্তসহ চারটি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে গতকাল বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার