হোম > সারা দেশ > জয়পুরহাট

পাঁচবিবিতে ছাত্রদল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেনকে (২৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রলীগের ৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। 

আটককৃতরা হলেন—মহিপুর কলেজ শাখা ছাত্রলীগের সম্পাদক মাহমুদুল হাসান, উপজেলার কুসুম্বা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক আরিফুল ইসলাম ও যুবলীগ নেতা আনিছুর রহমান শিপন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে পাঁচবিবি থানা বিএনপি কার্যালয়ে যুবলীগ নেতা শিপনের সঙ্গে বাদ-বিতণ্ডার জেরে বিএনপি নেতা ডালিমের মোটরসাইকেল পুড়িয়ে দিলে থানায় মামলা করতে আসেন বিএনপি ও ছাত্রদলের নেতারা। এ সময় থানার পাশে পার্কের সামনে ছাত্রলীগ ও যুবলীগের ৮ থেকে ১০ জনের একটি দল বিএনপি ও ছাত্রদল নেতাদের ধাওয়া করে। ওই সময় ছাত্রদল নেতা ফারুক ধাওয়ায় মধ্যে পরে গেলে ছাত্রলীগের পিটুনিতে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সকালে তিনি মারা যান। 
 
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ঘটনার পরই ৩ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। 

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল