হোম > সারা দেশ > রাজশাহী

শেরপুরে সমাধি থেকে লাশের মাথা কেটে নেওয়ার অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে সমাধিস্থল থেকে গোলাপী সরকার (৫৩) নামের এক নারীর লাশের মাথা কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে পৌরশহরের উত্তর বাহিনীর মহাশ্মশানের এই ঘটনায় গতকাল শুক্রবার রাতে শেরপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

পৌর শহরের করতোয়া নদীর তীরে উত্তর সাহাপাড়া মহল্লায় উত্তর বাহিনীর মহাশ্মশান। এখানে শেরপুর উপজেলাসহ পাশের নন্দীগ্রাম, সিরাজগঞ্জের তাড়াশ ও নাটোরের সিংড়া উপজেলার অনেকের লাশ সৎকার করা হয়। ১৭ দিন আগে পৌরশহরের উত্তর সাহাপাড়ার সুরেশ সরকারের স্ত্রী গোলাপী সরকার মারা গেলে তাঁর লাশ এখানে সমাহিত করা হয়। গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা শ্মশানে ঢুকে গোলাপীর লাশ তুলে মাথা কেটে নিয়ে যায়।

শ্মশানের নিরাপত্তাকর্মী প্রমোদ সরকার বলেন, ‘গতকাল শুক্রবার রাতে আমি শ্মশানের নিরাপত্তার দায়িত্ব পালন করছিলাম। রাত ২টার দিকে ঘুমাতে যাই। আজ শনিবার সকাল ৯টার দিকে গোলাপী সরকারের লাশ মুণ্ডুহীন অবস্থায় দেখতে পেয়ে তাঁর পরিবারের লোকজনকে খবর দেই। এর আগে এ ধরনের ঘটনা ঘটেনি।’

মৃত গোলাপী সরকারের ছেলে রঞ্জিত সরকার বলেন, ‘নিরাপত্তাকর্মীর কাছে খবর পেয়ে আমরা শ্মশানে যাই। পরে মায়ের লাশ পুনরায় সমাধিস্থ করা হয়েছে। এ বিষয়ে গতকাল শুক্রবার রাতে শেরপুর থানায় অভিযোগ করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকা বলেন, ‘পুলিশকে জানানোর আগেই লাশ পুনরায় সমাধিস্থ করা হয়েছে। তাই লাশের গলা কেটে নেওয়া হয়েছে, নাকি কোনো বন্য প্রাণী এটা করেছে, তা নিশ্চিত বলা যাচ্ছে না। এরপরও আমরা অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করছি।’

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ