সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়া গ্রামে নিজ ঘরে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে খবর পেয়ে পুলিশ কামারপাড়া গ্রামের ঘোষপাড়া বাড়ি থেকে রক্তমাখা দুটি মরদেহ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, এক বছর আগে কামার পাড়া গ্রামের গোপাল ঘোষের ছেলে গৌরাঙ্গ ঘোষের সঙ্গে ঢাকার টঙ্গী এলাকার তপন ঘোষের মেয়ে তমার বিয়ে হয়। তবে মাঝে মাঝে নানা কারণ স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। সকালে শুনতে পারি তাঁদের নিজ ঘরে গৌরাঙ্গ ও তমার রক্তমাখা পড়ে আছে। তবে মৃত্যুটা রহস্যজনক।
গৌরাঙ্গের মা রুবী রাণী বলেন, সকাল ১০টা বাজলেও অনেক ডাকাডাকির পর ছেলে ও ছেলের বউয়ের কোন সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডেকে আনি। এরপর ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি ওরা দুজন পড়ে আছে।
বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা বলেন, শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ঘরের মেঝেতে তাঁদের রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। আমরা দুটি মরদেহ উদ্ধার করে মর্গে পাঠাব। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী তাঁর স্ত্রীকে হত্যার করার পর নিজে আত্মহত্যা করেছেন। পরে সুরতহাল প্রতিবেদনে বিস্তারিত জানা যাবে।