নওগাঁর মান্দায় বিলের একটি ধানখেত থেকে মঞ্জুরুল ইসলাম রিপন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে নিহত রিপনের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলাটি করেন। পরে রাতেই খুনের এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শাবানা বেগম (২৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। মামলার পর তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
আটককৃত শাবানা দোডাঙ্গী দফাদারপাড়া গ্রামের সৌদিপ্রবাসী বকুল হোসেন মণ্ডলের স্ত্রী। জানা যায়, বাড়িতে স্ত্রী-সন্তান রেখে প্রায় তিন বছর আগে সৌদি আরবে যান বকুল হোসেন। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে আছে।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, রিপন খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে। থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত বুধবার উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের দোডাঙ্গী গ্রামের দেওয়ানপাড়া জামে মসজিদে ইসলামি জালসার আয়োজন করা হয়। রাত সাড়ে ৮টার দিকে জলসা শোনার জন্য বাড়ি থেকে বেরিয়ে রিপন নিরুদ্দেশ হন। এর পর থেকে তাঁর ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যায়। গতকাল বৃহস্পতিবার সকালে গ্রামের ডুবুরির বিলের একটি ধানখেতে রিপনের মরদেহ পড়ে থাকতে দেখেন শ্রমিকেরা। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।