হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ভাতা ও বোনাসের দাবিতে নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের আয়োজনে বিশেষ ভাতা ও বোনাসের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যুৎ অফিসের কর্মচারীরা। আজ সোমবার সকালে জেলার নেসকো নির্বাহী প্রকৌশলীর দপ্তরের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ বিশেষ ভাতা বরাদ্দ করেছে বর্তমান সরকার। এ ভাতার টাকা অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারীরা পেলেও শুধু নেসকোর কর্মচারীরা পাননি। এ ছাড়া মন্ত্রণালয় থেকে পূর্ণাঙ্গ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি—এপিএ বোনাস দেওয়ার কথা থাকলেও বিদ্যুৎ অফিসের কর্মচারীরা তাও পায়নি। পূর্ণাঙ্গ এপিএ ভাতার দাবি করেন তাঁরা।

একই দাবিতে আগামীকাল মানববন্ধন করবেন বিদ্যুৎ অফিসের কর্মচারীরা। দাবি পূরণ না হলে পরদিন ২৪ জানুয়ারি নেসকো নির্বাহী প্রকৌশলীর দপ্তরের সামনে কর্মবিরতি পালন করবেন তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ও সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আফসারুল হক। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি মো. বশির উদ্দিন, সহসভাপতি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, প্রচার সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়