সিরাজগঞ্জের তাড়াশে ট্রলির চাপায় মাহালম হোসেন (৩৫) নামের এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। তিনি তাড়াশ উপজেলার সান্দ্রা গ্রামের বাসিন্দা এবং পেশায় কৃষক। আজ শুক্রবার সকালে তাড়াশ উপজেলার বারুহাস-রানীরহাট আঞ্চলিক সড়কের সান্দ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক বলেন, ‘আজ সকালে কৃষক মাহালম হোসেন অটোরিকশায় করে বাজারে যাচ্ছিলেন। পথে সান্দ্রা এলাকায় একটি দ্রুতগামী ট্রলি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে মাহালম হোসেন গুরুতর আহত হন। খবর পেয়ে পরিবারের সদস্যরা উদ্ধার করেন। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ট্রলির চাপায় অটোরিকশার যাত্রী মাহালম হোসেনের মৃত্যু সত্যতা নিশ্চিত করেছেন।