হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

কাজীপুরে সেতু দেবে যাওয়ায় ভোগান্তীতে এলাকাবাসী

প্রতিনিধি, কাজীপুর (সিরাজগঞ্জ)

নিচ থেকে মাটি সরে যাওয়ার ঘটনায় সিরাজগঞ্জের কাজীপুরে একটি সেতু দেবে গেছে। উপজেলার বরইতলা-উদগাড়ী-মাথাইলচাপড় সড়কে এই সেতুটির অবস্থান। আজ শনিবার সকাল ৯টা থেকে সেতুটিতে ফাটল ধরে এবং একপর্যায়ে দেবে যায়। ফলে পথচারীদের ও যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে এই এলাকার মানুষদের। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে ওই এলাকায় ফসলি জমির জলাবদ্ধতা দূরীকরণে খালখননের কাজ শুরু করে উপজেলা প্রশাসন। সুষ্ঠুভাবে পানি প্রবাহের জন্য ওই সেতুটির নিচ থেকেও স্কেবেটর দিয়ে মাটি সরে ফেলা হয়। সম্প্রতি ভারী বর্ষণে ওই খালে পানি প্রবাহ বেড়ে যায়। এতে সেতুটির পশ্চিম দিকে হেলে যায় এবং ফাটল ধরে। একপর্যায়ে শনিবার সকালে সেটা দেবে যায়।

স্থানীয়রা আরও জানান, উদগাড়ী থেকে মাথাইলচাপড় সড়ক হয়ে প্রতিদিন ছয়-সাত হাজার লোকজন যাতায়াত করেন। তাঁদেরকে এই সেতুটিও পাড় হতে হয়। অন্যদিকে সেতুটির ওপর দিয়ে প্রতিদিন বালুবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল করে। দেবে যাওয়া অবস্থাতেও একটি বালুর ট্রাক গেছে বলে স্থানীয়রা জানান। এই অবস্থায় বিকল্প কোন সড়ক না থাকায় পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। 

কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, `আমরা খবর পেয়েছি। ইঞ্জিনিয়ারকে বিষয়টি জানানো হয়েছে। দ্রুতই সেখানে বিকল্প রাস্তা করে দেওয়া হবে। ওই সেতুর ওপর দিয়ে যেন লোকজন বা যানবাহন চলাচল করতে না পারে সে জন্য স্থানীয়দের সতর্ক অবস্থান নিতে হবে বলেও জানান ওই কর্মকর্তা। 

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন