হোম > সারা দেশ > রাজশাহী

নারীর গোসলের দৃশ্য ভিডিও করে চাঁদা দাবি, গ্রেপ্তার ২ 

বগুড়া প্রতিনিধি

বগুড়ার গাবতলীতে নারীর গোসলের দৃশ্য গোপনে ভিডিও করে ফেসবুকে ছাড়ার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তভোগী বাদী হয়ে থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তাররা হলেন আব্দুল মমিন (২১) ও রুস্তম আলী (২২)। সোনাতলা উপজেলার নওদাবগা গ্রামের বাসিন্দা। 

র‍্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৭ ডিসেম্বর গাবতলী উপজেলার সুখানপুকুর এলাকায় এক নারী তার বাসায় গোসল করছিলেন। এ সময় গোপনে তার গোসলের দৃশ্য ভিডিও করে ইমোতে পাঠিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় মোমিনসহ আরও ২-৩ জন অজ্ঞাতনামা যুবক।’ 

পুলিশ সুপার মীর মনির হোসেন আরও বলেন, ‘এ ঘটনায় আজ (রোববার) ওই নারী বাদী হয়ে গাবতলী মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। এরপর থেকেই র‍্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। দুপুরে দিকে র‍্যাব সদস্যরা গাবতলী এলাকা থেকে আব্দুল মমিন ও রুস্তম আলীকে গ্রেপ্তার করে। পরে তাদের গাবতলী মডেল থানায় সোপর্দ করা হয়।’

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে