হোম > সারা দেশ > নওগাঁ

নিয়ামতপুরে ৬ কোটি টাকা মূল্যের বেলে পাথর উদ্ধার, গ্রেপ্তার ২ 

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুরে ৬ কোটি টাকা মূল্যের ৫০০ কেজি ওজনের বেলে পাথরের একটি পিলারের খণ্ড (কষ্টিপাথর সদৃশ) উদ্ধার করেছেন র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গতকাল সোমবার দুপুরে উপজেলার সুলতানপুর (বুড়িপুকুরিয়া) গ্রামের আশিকুল ইসলামের বাড়ি থেকে এটি উদ্ধার করা হয়। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন নিয়ামতপুর উপজেলার ওই গ্রামের আ. ছামাদের ছেলে আশিকুল ইসলাম (৩৬) ও এমতাজ উদ্দিনের ছেলে সাদেকুর রহমান (৪৮)। 

এ বিষয়ে র‍্যাব-৫-এর উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি অভিযানকারী দল কোম্পানি কমান্ডার লে. কমান্ডার তৌকিরের নেতৃত্বে আশিকুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বেলে পাথরের একটি পিলারের খণ্ড, অর্থাৎ কষ্টিপাথর সদৃশ প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করা হয়, যার দৈর্ঘ্য ২ ফিট ৮ ইঞ্চি ও প্রস্থ ১ ফিট ৪ ইঞ্চি এবং ওজন ৫০০ কেজি। এর আনুমানিক মূল্য ৬ কোটি টাকা। 

উপপরিদর্শক আরও বলেন, ওই সময় পিলারের খণ্ডটি লুকিয়ে রাখার অপরাধে দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন ব্যক্তির কাছে ওই বেলে পাথর বিক্রির চেষ্টা করছিল। শুধু তাই নয়, তাঁরা নিজ এলাকায় জনসাধারণের মধ্যে বিভিন্ন কুসংস্কারমূলক গুজব ছড়াচ্ছিলেন। 

পাহাড়পুর জাদুঘরের কাস্টোডিয়ান মো. ফজলুল করিম পাথরটির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে নিয়ামতপুর থানায় এসআই আবুল কালাম বাদী হয়ে একটি জিডি দায়ের করেন। জিডি নম্বর-১০৫৪। 

নিয়ামতপুর থানার ওসি হুমায়ূন কবির বলেন, থানায় একটি জিডি দায়ের করা হয়েছে। আসামিদের জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়। 

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা