হোম > সারা দেশ > নওগাঁ

ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত 

বগুড়া প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৭টার দিকে উপজেলার নওগাঁ-বগুড়া মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বগুড়া সদরের খান্দার এলাকার সাখাওয়াত হোসেন পলাশ (৪৮) ও সিরাজগঞ্জ সদরের আলোবাদিয়া গ্রামের সোয়েব মাহামুদ (৪৫)। সোয়েব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি করতেন। পলাশ বগুড়া শহরের রানা প্লাজায় ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। 

দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্প্রতি নওগাঁর মহাদেবপুরের এলজিইডি অফিস থেকে সোয়েব বদলি হন। কিন্তু সেখানে তাঁর কিছু কাজ বাকি ছিল। আজ সকালে পলাশকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মহাদেবপুরে এলজিইডি অফিসে যাচ্ছিলেন সোয়েব। পথে দুপচাঁচিয়া বাসস্ট্যান্ড এলাকায় বিপরীতগামী অজ্ঞাত একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুজনই মহাসড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক পলাশ নিহত হন। 

এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোয়েবকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয় গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

উপপরিদর্শক আরও বলেন, মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাক শনাক্ত করা সম্ভব হয়নি। দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ